Advertisement
১৯ মে ২০২৪
দুর্গাচকে গ্রেফতার ৯

অভিযুক্তের মুক্তির দাবিতে অবরোধ, আক্রান্ত পুলিশ

চুরির অভিযোগে র পুরনো মামলায় এক ব্যক্তিকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন অভিযুক্তের পরিবারের সদস্য-সহ স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৮
Share: Save:

চুরির অভিযোগে র পুরনো মামলায় এক ব্যক্তিকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন অভিযুক্তের পরিবারের সদস্য-সহ স্থানীয় বাসিন্দারা। আর শুক্রবার সন্ধ্যায় সেই অবরোধ তুলতে গিয়ে অবরোধকারীদের হাতে আক্রান্ত হলেন এক আধিকারিক-সহ দুই পুলিশ কর্মী।

দুর্গাচক থানার ভাগ্যবন্তপুর এলাকার এই ঘটনায় পুলিশ ৬ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘অভিযুক্তকে ছাড়ার দাবি তুলে কয়েকজন অবরোধ করেছিল। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে একদল লোক এক পুলিশ আধিকারিকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’’ জানা গিয়েছে, খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা, অস্ত্র নিয়ে জড়ো হওয়া, সরকারি সম্পত্তি নষ্টের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের শনিবার হলদিয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, ভাগ্যবন্তপুর এলাকার বাসিন্দা আসগর আলি মল্লিকের বিরুদ্ধে চুরির অভিযোগের পুরনো একাধিক মামলা ছিল।বৃ হস্পতিবার আসগর আলিকে গ্রেফতার করে দুর্গাচক থানার পুলিশ। শুক্রবার তাঁকে হলদিয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার সন্ধ্যায় আসগরের পরিবারের সদস্য-সহ স্থানীয় একদল বাসিন্দা গ্রেফতারের প্রতিবাদে ও তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে হলদিয়া – মেচেদা রাজ্য সড়ক অবরোধ শুরু করে। অবরোধকারীদের মধ্যে মহিলারাও ছিলেন। অবরোধের ফলে ব্যস্ত ওই সড়কে যানজট শুরু হয়ে যায়।

দুর্গাচক থানার সাব ইন্সপেক্টর অনিমেষ চক্রবর্তী, এক কনস্টেবল ও দুই সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। অনিমেষবাবু অবরোধ তোলার জন্য বলার পরেই তাঁকে মারধর করে পাশের নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। এক সিভিক ভলান্টিয়ারকেও মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে হলদিয়ার এসডিপিও এবং দুর্গাচক থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অনিমেষবাবু-সহ বাকি পুলিশকর্মীদের উদ্ধার করে। তাঁদের হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরে দু’জনকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আসগরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। সম্প্রতি আসগর হলদিয়ার একটি কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য দুর্গাচক থানার পুলিশের কাছে ভেরিফিকেশন সার্টিফিকেট আনতে যান। কিন্তু তাঁকে সেই সার্টিফিকেট না দেওয়ায় এক পুলিশ আধিকারিকের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। এই সময়ই পুরনো একটা মামলায় আসগরকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়।

জেলা পুলিশ সুপার অবশ্য বলেন, ‘‘অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইয়ের অভিযোগ ছিল। সেকারনেই বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে ওই এলাকা থেকে গ্রেফতার করেছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Attacked Road Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE