Advertisement
১৯ মে ২০২৪

খন্দপথে দুর্ঘটনা, অবরোধ

খন্দপথে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার ভোরে ঘাটাল-চন্দ্রকোনা সড়কে ঘাটাল থানার বরদা সংলগ্ন বিশালাক্ষী মন্দিরের কাছে চার ঘণ্টা পথ অবরোধ করল ক্ষিপ্ত জনতা। সাতসকালে অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রী ও স্কুল পড়়ুয়ারা। সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাস্থলে যান যুগ্ম বিডিও। এলাকায় যায় পুলিশ বাহিনীও। শীঘ্রই ওই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়।

পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর। নিজস্ব চিত্র।

পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০১:৩৯
Share: Save:

খন্দপথে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার ভোরে ঘাটাল-চন্দ্রকোনা সড়কে ঘাটাল থানার বরদা সংলগ্ন বিশালাক্ষী মন্দিরের কাছে চার ঘণ্টা পথ অবরোধ করল ক্ষিপ্ত জনতা। সাতসকালে অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রী ও স্কুল পড়়ুয়ারা। সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাস্থলে যান যুগ্ম বিডিও। এলাকায় যায় পুলিশ বাহিনীও। শীঘ্রই ওই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়।
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে মোটরবাইকে ছেলেকে নিয়ে ঘাটালের দিকে যাচ্ছিলেন অরুণ ভট্টাচার্য। তিনি ঘাটাল থানার ইড়পালার বাসিন্দা। বিশালাক্ষী মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি উল্টে যায়। বাইকে থেকে ছিটকে পড়েন অরুণবাবু। সেই সময় চন্দ্রকোনাগামী দ্রুতগতির একটি লরি অরুণবাবুকে ধাক্কা মারে। লরিটি সঙ্গে সঙ্গে ব্রেক কষে থেমে যায়। গুরুতর জখম অবস্থায় অরুণবাবুকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-চন্দ্রকোনা সড়কের ধারে অবাধে লরি দাঁড় করিয়ে মেরামতির কাজ চলে। তাছাড়া বেআইনি ভাবে রাস্তার দু’ধারে বালি, স্টোনচিপস্‌ও রাখা থাকে। ফলে সঙ্কীর্ণ রাস্তায় প্রতিমূহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সংস্কারের অভাবে ঘাটাল-চন্দ্রকোনা সড়কেও বিভিন্ন জায়গায় বিপজ্জনক ভাবে গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে রাস্তার গর্তে জল জমে থাকায় সমস্যা আরও বাড়ে। পথচলতি মানুষও গর্তে পড়ে গিয়ে জখম হচ্ছেন আকছার। ঘাটালের বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, “আমরা দ্রুত এই রাস্তা সংস্কারের চেষ্টা করছি।” পূর্ত বিভাগের অবর সহ-বাস্তুকার নবকিশোর মণ্ডল বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghatal road Chandrakona passenger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE