Advertisement
১৫ মে ২০২৪

বোর্ড গঠনে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে মরিয়া শাসকদল

তৃণমূল সূত্রের খবর, অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান পদের প্রার্থী নিয়ে ঐক্যমত্য হলে গোষ্ঠী কোন্দলের জেরে কয়েকটি ক্ষেত্রে একাধিক নামের প্রস্তাব হওয়ায় সম্ভাবনা রয়েছে। বিরোধী সদস্যদের সমর্থনে প্রধান পদে লড়াইয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

পূর্ব মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েত ২২৩টি। এর মধ্যে ১২১টিতে আগামিকাল, শুক্রবার নতুন পঞ্চায়েত প্রধান-উপপ্রধান নির্বাচিত হবেন। জেলায় তৃণমূলের দাপটে বিরোধী বাম ও বিজেপি কোণঠাসা হয়েছে। জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে তৃণমূল। তবু স্বস্তি নেই শাসক শিবিরে।

কেন এই ‘অস্বস্তি’? তৃণমূল সূত্রের খবর, অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান পদের প্রার্থী নিয়ে ঐক্যমত্য হলে গোষ্ঠী কোন্দলের জেরে কয়েকটি ক্ষেত্রে একাধিক নামের প্রস্তাব হওয়ায় সম্ভাবনা রয়েছে। বিরোধী সদস্যদের সমর্থনে প্রধান পদে লড়াইয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অবস্থায় ব্লক তৃণমূল নেতৃত্বেরা দলের সদস্যদের গোষ্ঠী কোন্দল সামাল দিতে জরুরি ভিত্তিতে বৈঠকও করছেন।

শাসক দল সূত্রের খবর, নন্দকুমার ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের ৯ টি গ্রামপঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান পদে সর্বসম্মতভাবে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়েছে। বাকি ৩ টি গ্রামপঞ্চায়েতে একাধিক নাম প্রস্তাব হওয়ায় এখনও প্রধান পদের প্রার্থী নিয়ে চূড়ান্ত হয়নি। নন্দকুমারের বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি সুকুমার দে’র অবশ্য দাবি, ‘‘যে তিন’টি গ্রাম পঞ্চায়েতে একাধিক নাম প্রস্তাব হয়েছে সেখানেও সর্বসম্মতভাবে প্রধান পদ প্রার্থী নির্বাচন করা হবে। এজন্য সদস্যদের নিয়ে আলোচনা করা হচ্ছে।’’

বিজেপি’র জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী অভিযোগ করেন, ‘‘প্রধান নির্বাচনে যেসব গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের বোর্ড গঠনের সম্ভবনা, সেখানে গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূল লোকজন জড়ো করছে। বিরোধী সদস্যদের বাধার আশঙ্কা রয়েছে। এজন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে আমরা পুলিশ-প্রশাসনের কাছে জানিয়েছি।’’

পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনও বাকি রয়েছে। এমন অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের গ্রাম পঞ্চায়েতগুলিকে বাদ দিয়ে বাকি পঞ্চায়েতগুলিতে নতুন বোর্ড গঠন করা হচ্ছে। এ জন্য প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি শাসক ও বিরোধী শিবিরে তৎপরতা চলছে।

প্রশাসনিক ও দলীয় সূত্রের খবর, তমলুক, কোলাঘাট, নন্দকুমার, চণ্ডীপুর, মহিষাদল সহ জেলার কয়েকটি ব্লকে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেই শুক্রবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান নির্বাচন হবে। শাসক দল সূত্রের খবর, জেলা নেতৃত্বের নির্দেশিকা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত সদস্যদের অধিকাংশ যাকে প্রধান পদে সমর্থন করবেন তাঁকে প্রধান প্রার্থীপদে নির্বাচন করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchayat Election Board Formation TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE