Advertisement
১৮ মে ২০২৪

জঙ্গলমহলে ধান কেলেঙ্কারি, ধৃত আরও সাত

ধান কেলেঙ্কারির ঘটনায় বেলিয়াবেড়া থানার বনডাহি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক নেত্ররঞ্জন নায়েক এবং সভাপতি দেবব্রত মিশ্র-সহ সাত জনকে গ্রেফতার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৭
Share: Save:

ধান কেলেঙ্কারির ঘটনায় বেলিয়াবেড়া থানার বনডাহি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক নেত্ররঞ্জন নায়েক এবং সভাপতি দেবব্রত মিশ্র-সহ সাত জনকে গ্রেফতার করল পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বনডাহি থেকে তাঁদের ধরা হয়। ধৃত অন্যরা হলেন নিখিলরঞ্জন মাইতি, বাস্তা হেমব্রম, অশ্বিনীকুমার ঘোড়াই, বিমল গিরি ও জগদ্বন্ধু দত্ত। সকলেই ওই সমবায় সমিতির পরিচালনমণ্ডলীর সদস্য। ধৃতদের শুক্রবার ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালতে তোলা হলে চোদ্দো দিনের জন্য জেল হাজতের নির্দেশ হয়।

গত জানুয়ারিতে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় শিবির করে এই সমিতির তরফে সরকারি সহায়ক মূল্যে চাষিদের থেকে ধারে ধান কেনা হয় বলে অভিযোগ। গত ২ অগস্ট বনডাহি গ্রামের এক চাষি ধানের দাম না পেয়ে বেলিয়াবেড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত ১০ অগস্ট ওই সমিতির ম্যানেজার কমলেন্দু ঘোড়ইকে গ্রেফতার করা হয়। তিনি এখন জেল হাজতে। পুলিশের দাবি, তদন্ত করে সমিতির সম্পাদক নেত্ররঞ্জন নায়েক-সহ আরও সাত জনের বিরুদ্ধে দুষ্কর্মে জড়িত থাকার
প্রমাণ মেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paddy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE