আগুনে ভস্মীভূত হল তিনটি দোকান । শনিবার রাতে এই ঘটনা ঘটেছে তমলুক থানার নেতাজিনগর বাজারে। ক্ষতি হয়েছে একটি ফলের দোকান, একটি আনাজ দোকান ও একটি স্টেশনারি দোকান।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নেতাজিনগরে বাজারে একাধিক দোকান রয়েছে । শনিবার রাত প্রায় ১২টা নাগাদ ওই বাজারের তিনটি দোকানে আগুন লাগে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃীতারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে।
যদিও এই ঘটনা নিয়ে বিজেপি-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে ফলের দোকানের মালিক অভিরাম সামন্ত বিজেপির বল্লুক-২ অঞ্চলের ৭৪ নম্বর বুথ সভাপতি। দলের জেলা (তমলুক) সহ-সভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, ‘‘আমাদের দলের বুথ সভাপতি অভিরামের নেতৃত্বে এলাকায় বিজেপির সংগঠন বৃদ্ধি পেয়েছে। তাই বিজেপির শক্তিবৃদ্ধি ঠেকাতে পরিকল্পিতভাবে তৃণমূলের লোকজন অভিরাম সহ আমাদের তিন সমর্থকের দোকানে আগুন লাগিয়েছে। পুলিশের কাছে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীর গ্রেফতারের দাবি জানিয়েছি।’’