নগদের আকাল। আমজনতাকে নিত্য ব্যাঙ্ক ও এটিএমের সামনে লম্বা লাইন দিতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার অবশ্য চাইছে ক্যাশলেস লেনদেন বাড়ুক। বাড়ুক ডেবিট-ক্রেডিট কার্ড, অনলাইন, ই-ওয়ালেটে বিকিকিনি।
সেই লক্ষ্যে ‘ক্যাশলেস নগর’ গড়তে উদ্যোগী হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেদিনীপুর শাখা। আজ, মঙ্গলবার থেকেই সেই কাজ শুরু হবে মেদিনীপুর শহরের রামকৃষ্ণনগরে। ক্যাশলেস ব্যবস্থার খুঁটিনাটি জানাতে হবে শিবির। স্টেট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শক্তিকুমার ঘোষ বলেন, ‘‘কী ভাবে ক্যাশলেস লেনদেন করা সম্ভব তা হাতে কলমে দেখানো হবে এই সব শিবিরে। ই ওয়ালেট, নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা কী ভাবে পাবেন তা জানানো হবে। এতে সাধারণ মানুষউপকৃত হবেন।’’
স্টেট ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই শিবিরেই মোবাইলে বিভিন্ন ‘অ্যাপস’ ডাউনলোড করে দেওয়া হবে। কী ভাবে নেট ব্যাঙ্কিং করতে হয় তা হাতেকলমে দেখানো হবে। আবেদনপত্র জমা দিলে পরদিনই ব্যাঙ্ক থেকে নেট ব্যাঙ্কিং চালু করে দেওয়া হবে। ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলেও পরদিনই ব্যাঙ্ক থেকে তা হাতে পাওয়া যাবে। সেভিংস ও ডি-ম্যাট অ্যাকাউন্ট খোলা যাবে শিবিরে। এই শিবিরে স্থানীয় ব্যবসায়ীরা পিওএস যন্ত্র চেয়ে আবেদনপত্রও জমা দিতে পারবেন। বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প নিয়েও বিশদে আলোচনা করা হবে।
আজ, মঙ্গলবার প্রথম শিবিরটি হবে মেদিনীপুর শহরের রামকৃষননগরে। এরপর বিধাননগর, অরবিন্দনগর, রবীন্দ্রনগর-সহ শহরের বিভিন্ন এলাকায় হবে এই শিবির। শিবির শুরু হবে সন্ধে সাড়ে ছ’টায়। শক্তিবাবু বলেন, ‘‘ক্যাশলেস লেনদেন নিয়ে মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy