Advertisement
১৯ মে ২০২৪

দুই মেদিনীপুরের কাজে খুশি, জানাল নজরদারি দল

অভিযোগের পাহাড় তাঁর না-পসন্দ। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি চান তিনি। সঙ্গে জোর দিলেন প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনী রাখার উপরেই। জানিয়ে দিলেন, নিজে তো বটেই, সঙ্গী চার পরিদর্শককেও বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে পাঠাবেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে এই সব পদক্ষেপেই জোর দিলেন দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, এই চার জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশেষ নজরদারি দলের মাথা পঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভি কে সিংহ।

পূর্বের জেলাশাসকের সঙ্গে বৈঠকে ভি কে সিংহ। ছবি: পার্থপ্রতিম দাস।

পূর্বের জেলাশাসকের সঙ্গে বৈঠকে ভি কে সিংহ। ছবি: পার্থপ্রতিম দাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০১:৫২
Share: Save:

অভিযোগের পাহাড় তাঁর না-পসন্দ। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি চান তিনি। সঙ্গে জোর দিলেন প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনী রাখার উপরেই। জানিয়ে দিলেন, নিজে তো বটেই, সঙ্গী চার পরিদর্শককেও বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে পাঠাবেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে এই সব পদক্ষেপেই জোর দিলেন দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, এই চার জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশেষ নজরদারি দলের মাথা পঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভি কে সিংহ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। নির্বাচনের প্রস্তুতি দেখে প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশও করেছেন। কারণ, আড়াই’শ অভিযোগের মধ্যে ২০০টিরই নিষ্পত্তি করে দিয়েছে প্রশাসন। তাঁর কথায়, “আমি সন্তুষ্ট। যদি দেখতাম আড়াইশ অভিযোগের মধ্যে ৫০ বা ১০০টি-র নিষ্পত্তি হয়েছে, বাকি পড়ে রয়েছে, তাহলে বুঝতাম খারাপ।”

ভি কে সিংহ এবং তাঁর দলের চার সদস্য শনিবার কর্ণগড়ের মন্দিরে পুজো দিয়ে কাজ শুরু করলেন। কর্ণগড় মন্দিরের কথা জানলেন কিভাবে? খুব অল্প সময় হলেও খড়্গপুরের সঙ্গে তাঁর যোগ হয়েছিল। বছরখানেক তিনি খড়্গপুরেই রেলের অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে চাকরিও করেছিলেন। ফলে জেলাটা সম্বন্ধে ধারণা ছিল। একটি দল শালবনি থানা এলাকার কণর্গড় মাধ্যমিক শিক্ষাকেন্দ্র থেকে পিঁড়াকাটার দিকে চলে গেল। আর ভি কে সিংহ নিজে গোবরু প্রাথমিক শিক্ষাকেন্দ্র, খড়্গপুর গ্রামীণ থানা এলাকার মাতকাতপুর পল্লিমঙ্গল প্রাথমিক বিদ্যালয়, খড়্গপুর টাউন থানার হিজলি হাইস্কুলের বুথ পরিদর্শন করেন।

তবে এ দিন তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য কোথাও যাননি। কেন? ভি কে সিংহের কথায়, “এখন পর্যন্ত যে ধরনের অভিযোগ এসেছে দেখলাম, তা খুব গুরুতর কিছু নয়। আমিও তো ঘুরছি। কারও সমস্যা হলে তাঁরাও তো আমার সঙ্গে কথা বলতে আসতেন।” কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হল, একজন দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সাধারণ মানুষের পক্ষে তা জানা সম্ভব নয়। ফলে নিজেরা কথা বলতে না গেলে সাধারণ ভোটারের পক্ষে এভাবে খুঁজে বের করে অভিযোগ জানানো কঠিন। ভি কে সিংহের মতে, “আমাকে চারটি জেলায় কাজ করতে হবে। নিজের থেকে ভোটারদের সঙ্গে কথা বলতে গেলে তা সম্ভব হয়ে উঠবে না। পরিদর্শকেরা তো এলাকাতেই থাকবেন। তাঁদের সঙ্গে যে কেউ এসে কথা বলতে পারবেন।’’

আর পূর্ব মেদিনীপুরে গিয়ে ভোটদানের জন্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের আস্থা বাড়ানোর উপর জোর দিলেন ভি কে সিংহ। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলায় ভোটগ্রহণ প্রস্তুতি খতিয়ে দেখার পর সড়ক পথে কোলাঘাট পৌঁছান ভি কে সিংহের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ নজরদারি দল। সেখানেও প্রশাসনিক ভবনের সভাকক্ষে জেলাশাসক অন্তরা আচার্য, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার,এসডিপিও সহ পদস্থ আধিকারিকদের নিয়ে জেলার ভোটগ্রহণ প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ পর্যবেক্ষক ভি কে সিংহ বলেন, ‘‘এখনও পর্যন্ত মোট ৮৫ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৫ টির নিষ্পত্তি করেছে জেলা প্রশাসন।’’ প্রশাসনিক বৈঠক সেরে বিকেল সাড়ে ৪ টা নাগাদ বিশেষ পর্যবেক্ষক দল হলদিয়ায় রওনা হয়ে যান। ভি কে সিংহ ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন পঞ্চাবের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এম এস নারায়ণ, মধ্যপ্রদেশের এডিজি বরুণ কপূর ও নির্বাচন কমিশনের দুই সদস্য অনুপ কুমার ও টি রাও।

তমলুক থেকে বেরিয়ে ভি কে সিং এর কনভয় মহিষাদলের দিকে মোড় নেয়। এরপর তিনি পৌঁছে যান গেঁয়োখালি। সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ হলদিয়া বন্দরে আসেন। সেখনে তিনি একটি চিনের জাহাজে ওঠেন। জাহাজে পুলিশ আধিকারিকদের সাথে মিনিট কুড়ি থাকেন।

(তথ্য সহায়তা: সুমন ঘোষ, আনন্দ মণ্ডল ও আরিফ ইকবাল খান।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE