Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কাঁথি সমবায়ে নজির বিহীন জয় শুভেন্দুর

নজির বিহীন ভাবে জয়ী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। কাঁথি কো-অপরেটিভ ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে এ বছর ফের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান শুভেন্দু। তাঁর অনুগামী আরও ১০৭ জন প্রতিনিধিও মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু বিরোধীতায় কেউ মনোনয় জমা দেননি।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:০৩
Share: Save:

নজির বিহীন ভাবে জয়ী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। কাঁথি কো-অপরেটিভ ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে এ বছর ফের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান শুভেন্দু। তাঁর অনুগামী আরও ১০৭ জন প্রতিনিধিও মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু বিরোধীতায় কেউ মনোনয় জমা দেননি। সোমবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন।

সূত্রে খবর, ব্যাঙ্কের ৭১ বছরের ইতিহাসে ১০৭জন প্রতিনিধির এ ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার নজির নেই। জানা গিয়েছে, যেহেতু ১০৭ জন প্রতিনিধির বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি তাই ভোটাভুটির কোনও প্রয়োজনই নেই। মনোনয়নপত্র পরীক্ষার দিনই সকলকে জয়ী ঘোষণা করা হবে।

শুভেন্দু অধিকারী ও তাঁর ১০৭জন অনুগামীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবরে সোমবার রাতেই শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস। ব্যাঙ্কের বর্তমান পরিচালক বোর্ডের দুই সদস্য চিন্তামণি মণ্ডল ও শ্যামাশিস মিশ্রের দাবি, শুভেন্দু গত আট বছরে কাঁথি কো-অপরেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। সে সময় ব্যাঙ্কের আমানত ৩৬০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১১০০ কোটিতে নিয়ে গিয়েছেন। সর্বভারতীয় সমবায় ক্ষেত্রে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২০তম স্থানে নিয়ে যাওয়ার কৃতিত্বও তাঁরই। তাই এই জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari TMC Contai Co-Operative Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE