Advertisement
১৬ মে ২০২৪
Suvendu Adhikari

পুলিশি অনুমতি না মেলায় স্কুলমাঠে শুভেন্দুর জনসভা বাতিল, তবে পথসভা করতে পারেন চন্দ্রকোনায়

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে শুরু থেকেই জটিলতা ছিল। অভিযোগ, প্রাথমিক ভাবে অনুমতি দেওয়া হলেও পরেই তা বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ।

শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১১:৫২
Share: Save:

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে জটিলতা দেখা দিয়েছিল। অভিযোগ, প্রাথমিক ভাবে অনুমতি দেওয়া হলেও পরেই তা বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ। মাঠে সভার অনুমতি না থাকায় পুলিশেরও অনুমতি জোটেনি। বিজেপির তরফে প্রাথমিক ভাবে পুলিশের অনুমতি ছাড়াই সভা করার কথা বলা হলেও শেষমেশ তা হচ্ছে না। তবে শুভেন্দু টুইটারে জানান, তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি।

সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দুর। শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে আসে। চিঠিটি পাঠানো হয়েছে বিজেপির চন্দ্রকোনা টাউন দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মালের ঠিকানায়। তাতে বলা হয়, স্কুলের প্রধানশিক্ষক স্কুলের মাঠে সভা করার অনুমতি দিয়ে থাকলেও তা বাতিল করেছে স্কুলের পরিচালন সমিতি। পরিচালন সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়া প্রধানশিক্ষকের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না।

তার প্রেক্ষিতে বিজেপির তরফে জানানো হয়, তারা নির্ধারিত স্থান এবং সময়েই সভা করবে। সোমবার সকালেও সভা সংলগ্ন এলাকায় শুভেন্দুর কাটআউট লাগাতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। যার জেরে এলাকায় গোলমালের আশঙ্কা করছিলেন স্থানীয়দের একাংশ। এই পরিস্থিতিতে সভা বাতিল করা হলেও টুইটারে শুভেন্দু জানিয়ে দেন, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ চন্দ্রকোনায় যাচ্ছেন। সেখানে চন্দ্রকোনা নগর মণ্ডল দফতরের বাইরে কৃষকদের সঙ্গে দেখা করে কথা বলবেন। সভার অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করা নিয়েও পুলিশকে বিঁধেছেন শুভেন্দু। টুইটে লিখেছেন, ‘‘ঝাঁকরা হাই স্কুলের মাঠে কৃষকদের সভার অনুমতি দিয়েছিল পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ। হঠাৎ স্কুলের পরিচালন কমিটির মনে হল, স্কুলের প্রধানশিক্ষক সভার অনুমতি দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নন।’’ তবে বিজেপি সূত্রে খবর, স্কুলের মাঠে সভা না হলেও পথসভা করতে পারেন শুভেন্দু। তার জন্য হ্যান্ডমাইকও জোগাড় করা হয়েছে।

সভা বাতিল হওয়া নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘এত পরিশ্রম করলাম সভার জন্য, কিন্তু অনুমতি নিয়ে সমস্যার জেরে শুভেন্দু অধিকারী সভা স্থগিত করেছেন। আমরা ওঁর কাছে অনুরোধ করেছি, অন্তত ৫ মিনিটের জন্য যাতে কর্মীদের বার্তা দেন উনি। উনি চন্দ্রকোনা মণ্ডল বিজেপির পার্টি অফিসে সাড়ে ৩টে নাগাদ আসবেন বলেছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে সভা বানচাল করা করা হয়েছে।’’ তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি পাল্টা বলেন, ‘‘এই সভা নিয়ে রাজনৈতিক কোনও মন্তব্যের প্রয়োজন নেই। আইনের বিষয়। স্কুলের পরিচালন কমিটি অনুমতি না দেওয়ায় সভা বাতিল হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE