নিয়মের বাইরে প্রচুর পরিমাণে চিটেগুড় মজুতের পাশাপাশি চোলাই তৈরির উপকরণ উদ্ধার হল তৃণমূল নেতার দোকান থেকে।
নন্দকুমার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ওই তৃণমূল নেতা গৌতম সাহুর দোকানে মঙ্গলবার হানা দেন আবগারি দফতর। নিয়ম বহির্ভূতভাবে মজুত বিপুল পরিমাণ চিটেগুড় এবং চোলাই তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক (অ্যামোনিয়াম ক্লোরাইড) বাজেয়াপ্ত করেন তারা। জেলা আবগারি দফতরের চণ্ডীপুর রেঞ্জের আধিকারিকের নেতৃত্বে এ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নন্দকুমার বাজারে ওই তৃণমূল নেতার দোকানে তল্লাশি চলে।
আবগারি দফতর সূত্রে খবর, ৪৬০টিন (১১ হাজার ৫০০ কিলোগ্রাম ) চিটে গুড় এবং পাঁচ পেটি অ্যামোনিয়াম ক্লোরাইড (প্রায় ১২৮ কিলোগ্রাম) বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশির সময় আবগারি দফতরের কর্মীদের হাতে আটক থাকা ওই তৃণমূল নেতা বাড়িতে শৌচাগারে যাওয়ার নাম করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। এ দিকে তৃণমূল নেতার দোকান থেকে বেআইনিভাবে মজুত চিটে গুড় ও চোলাই তৈরির রাসায়নিক উদ্ধারে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।