Advertisement
০৬ মে ২০২৪
ক্ষুব্ধ ক্রীড়া সংস্থার কর্তারা

গরহাজির দু’টি দলই, ভেস্তে গেল ফুটবল ম্যাচ

পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল আন্তঃমহকুমা (ক্লাব ভিত্তিক) নকআউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ ছিল ঝাড়গ্রামের তপন চক্রবর্তী মেমোরিয়াল কোচিং ক্যাম্পের (টিসিএমসিসি) ও খড়্গপুরের বিশ্চিন্দিপুর টুর্নামেন্ট যুব গোষ্ঠীর মধ্যে।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:৫১
Share: Save:

পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল আন্তঃমহকুমা (ক্লাব ভিত্তিক) নকআউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ ছিল ঝাড়গ্রামের তপন চক্রবর্তী মেমোরিয়াল কোচিং ক্যাম্পের (টিসিএমসিসি) ও খড়্গপুরের বিশ্চিন্দিপুর টুর্নামেন্ট যুব গোষ্ঠীর মধ্যে। যদিও দু’টি দলই অনুপস্থিত থাকায় ম্যাচটি ভেস্তে গেল।

প্রতিযোগিতার প্রথম ম্যাচই বাতিল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাস মাল। তিনি বলেন, “আইএফএ-র নির্দেশে আয়োজিত প্রতিযোগিতায় কেন দু’টি দল অনুপস্থিত থাকল, সে বিষয়ে মহকুমা ক্রীড়া সংস্থার কাছে জানতে চাওয়া হবে। বিভাগীয় তদন্তও করা হবে।’’ যদিও এ বিষয়ে ঝাড়গ্রাম মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জয়ন্ত মাহাতোর সাফাই, “খেলোয়াড়দের নানা সমস্যার কারণেই আমরা প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি।” আর খড়্গপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শ্যামাপ্রসাদ ঘোষ বলছেন, “এই ঘটনার জন্য আমরা দুঃখিত। মূলত বোঝাপড়ার অভাবের জন্যই প্রতিযোগিতায় খেলোয়াড়রা যোগ দিতে পারেনি। আগামী ১৮ ডিসেম্বর খেলায় দল যোগ দেবে।”

গত অগস্ট মাসে জেলার চারটি মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। এই লিগ প্রতিযোগিতায় বিভিন্ন মহকুমার একাধিক ক্লাব যোগ দিয়েছিল। প্রথম বিভাগীয় ওই প্রতিযোগিতায় বিভিন্ন মহকুমার চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলিই আন্তঃমহকুমা (ক্লাব ভিত্তিক) নকআউট ফুটবল প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে। এই প্রতিযোগিতায় জয়ী দল রাজ্যস্তরের লিগ পযার্য়ের ফুটবল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। এ বার ঘাটাল মহকুমা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পেয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নির্দেশে বৃহস্পতিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু দু’টি দলের কেউ খেলতে না আসায় ক্ষুব্ধ ঘাটাল ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় বসু বলেন, ‘‘সমস্ত ঘটনা জেলা ক্রীড়া সংস্থাকে জানিয়েছি।”

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তাপস দে বলেন, “প্রতিযোগিতায় শুরুর দিনেই এমন ঘটনা মেনে নেওয়া যায় না। সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনার জন্য দ্রুত বৈঠক ডাকব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teams Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE