'শহিদ' স্মরণ সভার ভিড়ে উজ্জীবিত তৃণমূল। সেই সূত্রে সভার পরের দিন সোমবার গড়বেতায় তৃণমূলের ব্লক কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনও হল বাড়তি উৎসাহে। হল রক্তদান শিবিরও। তবে এর পরেও রয়ে গেল অস্বস্তি। কারণ এখনও ওই ঘটনার বিচার মেলেনি। শহিদ পরিবারের চাকরিও হয়নি।
২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার বড়মুড়া অঞ্চলের ছোট আঙারিয়া গ্রামের তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে সিপিএমের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ উঠেছিল। ২০১১ সালে রাজ্যে সরকার বদলের পর থেকে নিয়ম করে ওই দিন ছোট আঙারিয়া গ্রামে স্মরণসভার আয়োজন করে তৃণমূল। গ্রামে ঢোকার মুখে স্থায়ী ‘শহিদ’ বেদিও করা হয়েছে। রবিবার ছোট আঙারিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে সভাস্থল ও তার পাশের রাস্তায় প্রচুর মানুষের জমায়েত হয়। স্থানীয় তৃণমূল নেতা হাবিবুল শেখ বলেন, ‘‘এখন চাষে ব্যস্ততার সময়। ঠান্ডাও পড়েছে কনকনে। তার মধ্যেও এত মানুষ আসায় মনে হচ্ছে সামনের বিধানসভার ভোটে গড়বেতায় আমাদের জয় নিশ্চিত।’’ দলের ব্লক সভাপতি অসীম সিংহের দাবি, ‘‘ছোট আঙারিয়ায় এ বারের সভায় রেকর্ড সংখ্যক মানুষ এসেছেন।’’
যদিও সেই ঠাসা ভিড় থেকেই উঠে আসছে প্রশ্ন। সভায় আসা এলাকার তৃণমূল কর্মীদের একাংশের অনুযোগ, ছোট আঙারিয়ার ঘটনার বিচার এখনও মেলেনি। মামলা সিবিআইয়ের কাছেই রয়েছে। বক্তার মণ্ডল মারা যাওয়ার পরে বছর দুয়েকের বেশি সময় ধরে তার কোনও অগ্রগতি হয়নি। ‘শহিদ’ পরিবারের সদস্যদেরও চাকরি হয়নি। অস্বস্তিও গোপন করছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবাসরীয় ভরা সভায় জেলা তৃণমূলের আইনজীবী সেলের নেতা গৌতম মল্লিক দাবি করেন, ‘‘অপদার্থ সিবিআইয়ের জন্য এখনও বিচার পেল না ছোট আঙারিয়া।’’ সভাস্থলে আসা এক তৃণমূল কর্মীর আক্ষেপ, ‘‘দিদি (মুখ্যমন্ত্রী) শহিদ পরিবারদের চাকরির ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। হয়নি।’’ গড়বেতার তৃণমূল নেতা বর্তমানে জেলা পরিষদ সদস্য অসীম ওঝাও বলেন, ‘‘শহিদ পরিবারদের একটি করে চাকরির খুব দরকার।’’ বিধায়ক উত্তরা সিংহ বলেন, ‘‘শহিদ পরিবারদের চাকরির বিষয়টি দল গুরুত্ব দিয়েই দেখছে।’’ রবিবার সভার পরে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘তৃণমূল এমন একটি দল, যারা প্রতিটি শহিদ পরিবারের পাশে থাকে। এঁদের পাশেও থাকবে। কিন্তু সামনেই তো নির্বাচন। আদর্শ আচরণবিধিও চালু হয়ে যাবে।’’ সোমবারও এই নিয়ে চর্চা চলেছে গড়বেতার তৃণমূলে। তার মধ্যেই গড়বেতায় দলের ব্লক কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও পালন করেন তৃণমূল কর্মীরা। 'দিদি' লেখা বড় কেক কাটা হয়। হয় রক্তদান শিবির।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)