Advertisement
E-Paper

ঝাড়গ্রামে সভাধিপতি সমায়, পশ্চিমে সেই উত্তরা

পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি থাকছেন উত্তরা সিংহই। সহ-সভাধিপতি হচ্ছেন অজিত মাইতি। ঝাড়গ্রামের সাঁকরাইল থেকে নির্বাচিত সমায়বাবু এতদিন সহ-সভাধিপতি ছিলেন ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০১:২৫
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুর ভেঙে নতুন ঝাড়গ্রাম জেলা পরিষদ গঠন হতে চলেছে। নতুন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি এবং সহ- সভাধিপতির নাম চূড়ান্ত করে ফেলল তৃণমূল। দলীয় সূত্রে খবর, ঝাড়গ্রামের সভাধিপতি হচ্ছেন সমায় মাণ্ডি। সহ- সভাধিপতি হচ্ছেন সোমা অধিকারী।

পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি থাকছেন উত্তরা সিংহই। সহ-সভাধিপতি হচ্ছেন অজিত মাইতি। ঝাড়গ্রামের সাঁকরাইল থেকে নির্বাচিত সমায়বাবু এতদিন সহ-সভাধিপতি ছিলেন । অজিতবাবু তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি। রবিবার মেদিনীপুরে জেলা পরিষদ সদস্যদের নিয়ে এক বৈঠকে দুই জেলার সভাধিপতি এবং সহ-সভাধিপতির নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে অজিতবাবু বলেন, “কে, কোন পদে বসবেন, সেটা দলের রাজ্য নেতৃত্বই ঠিক করেছেন। সেই মতো জেলায় পদক্ষেপ করা হচ্ছে।”

আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের সভাধিপতি, সহ-সভাধিপতি শপথগ্রহণ করবেন। ঝাড়গ্রামের সভাধিপতি, সহ-সভাধিপতি শপথ নেবেন কাল, মঙ্গলবার। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নতুন খাদ্য কর্মাধ্যক্ষ হবেন তপন দত্ত। বাকি কর্মাধ্যক্ষ পদে কোনও রদবদল হবে না।

পশ্চিম মেদিনীপুর ভেঙে নতুন জেলা পরিষদ গঠনের বিজ্ঞপ্তি জারি হয় গত ২১ এপ্রিল। সাধারণত, বিজ্ঞপ্তি জারির ২১ দিনের মধ্যে বৈঠক ডেকে নতুন বোর্ড গঠন করার কথা। কিন্তু তা হয়নি। পরে নতুন জেলা পরিষদ গঠনের সময়সীমা বেঁধে জেলাকে চিঠি দেয় রাজ্য। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর নির্দেশ দেয়, ৩০ জুনের মধ্যে সদস্যদের শপথগ্রহন থেকে সভাধিপতি, সহ- সভাধিপতি নির্বাচন, স্থায়ী সমিতির সদস্য নির্বাচন, স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতির আসন সংরক্ষণের কোপে পড়েনি। প্রশাসন সূত্রে খবর, এ ব্যাপারে জানতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল রাজ্য। ১৫ মে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, ঝাড়গ্রাম জেলা সভাধিপতির আসনটি অসংরক্ষিত থাকছে। তবে পশ্চিম মেদিনীপুর জেলা সভাধিপতির আসনটি আগের মতোই মহিলা সংরক্ষিত থাকছে। উল্লেখ্য গত এপ্রিলের গোড়ায় পশ্চিম মেদিনীপুর ভেঙে নতুন ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছে।

jhargram Trinamool President TMC ঝাড়গ্রাম সভাধিপতি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy