Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন যুবক

দু’দিন আগেই দিঘায় এসে সৈকতে নজরদারি বাড়ানোর কথা বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নুলিয়াদের সংখ্যা বাড়ানো এবং হুটার বাজানো-সহ বেশ কিছু ঘোষণা করে গিয়েছেন তিনি। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পর্যটকের মৃত্যু দিঘার নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলে দিল।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০২:০৯
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে ফেরার পর ২৪ ঘণ্টাও কাটেনি। ফের দিঘার সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নদিয়া জেলার রানাঘাটের তাহেরপুর এলাকার ৫৬ জন দিঘায় বেড়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে শিবু বিশ্বাস (২১) শুক্রবার সকাল এগারোটা নাগাদ পুরনো দিঘার সৈকতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে। সেই সময় জোয়ারের জোয়ারের টানে তলিয়ে যান শিবু। নুলিয়ারা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও প্রবল ঢেউয়ের জন্য তা সম্ভব হয়নি। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে চারটা নাগাদ পুরনো দিঘার এক নম্বর ঘাটের কাছে তাঁর দেহ ভেসে আসে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দু’দিন আগেই দিঘায় এসে সৈকতে নজরদারি বাড়ানোর কথা বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নুলিয়াদের সংখ্যা বাড়ানো এবং হুটার বাজানো-সহ বেশ কিছু ঘোষণা করে গিয়েছেন তিনি। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পর্যটকের মৃত্যু দিঘার নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলে দিল। পূর্ব জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “সি হক গোলা ঘাট দিঘার সবচেয়ে বিপজ্জনক জায়গা। সেখানে পুলিশের নজরদারি ছিল। সেই প্রহরা এড়িয়ে কী ভাবে যুবক সমুদ্রে নামলেন, খোঁজ নেওয়া হচ্ছে।” দিঘা উপকূল থানা সূত্রে খবর, যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত যুবকের বন্ধুরা এ দিন থানায় যায়। তাঁদের মাধ্যমে যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE