Advertisement
০৪ মে ২০২৪

সরকারি চাকরির জন্য প্রস্তুতি

ভগবানপুরের বাজকুলের যুবক শিবশঙ্কর দাস স্নাতক হয়েছেন এক বছর আগে। সরকারি চাকরির জন্য কয়েকটি পরীক্ষায় বসলেও পাশ করতে পারেননি। একইভাবে হলদিয়ার চিরঞ্জীবপুরের বাসিন্দা সদ্য স্নাতক সোমা দাসেরও লক্ষ্য সরকারি চাকরির।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০০:০০
Share: Save:

ভগবানপুরের বাজকুলের যুবক শিবশঙ্কর দাস স্নাতক হয়েছেন এক বছর আগে। সরকারি চাকরির জন্য কয়েকটি পরীক্ষায় বসলেও পাশ করতে পারেননি। একইভাবে হলদিয়ার চিরঞ্জীবপুরের বাসিন্দা সদ্য স্নাতক সোমা দাসেরও লক্ষ্য সরকারি চাকরির। কিন্তু এতদিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেননি। সবে প্রস্তুতি শুরু করেছেন।

শিবশঙ্কর ও সোমাদের মত কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার প্রশিক্ষণ দিতে এগিয়ে এসেছে গ্রাসরুট ইন্সটিটিউট। পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরের মানিকতলায় ওই সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে মাস দুয়েক আগে। সরকারি চাকরির পরীক্ষায় বসার জন্য উদ্বুদ্ধ করতে বেকার তরুণ, তরুণী ও কলেজ পড়ুয়াদের নিয়ে সোমবার একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল সংস্থার অফিসে। এ দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০ জনকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতি নিয়ে পরামর্শ দেওয়া হয়।

শিবশঙ্কর দাস বলেন, ‘‘অনেকবারই পরীক্ষায় বসেছি। আজ মনে হল উপযুক্ত প্রশিক্ষণের অভাবে এতদিন সাফল্য পাইনি।’’ একই সুরে সোমা দাসও বলেন, ‘‘চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য উপযুক্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কিন্তু আগে এ ধরণের প্রশিক্ষণ নেওয়া হয়নি।’’

সংস্থার তরফে রাহুল বিশ্বাস বলেন, ‘‘স্টাফ সিলেকশন কমিশন, রেল, ব্যাঙ্ক, স্কুল শিক্ষক ও ডব্লুবিসিএস পরীক্ষায় সফল হওয়ার জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি খুব কম খরচে। কলকাতার পর তমলুকেই এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Govt Job Training
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE