Advertisement
১৮ মে ২০২৪

কংসাবতীতে ফের তলিয়ে মৃত্যু যুবকের

ফের কংসাবতী নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত রবি হেমব্রম (৩৮)-এর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের বালিপোতায়। বুধবার বিকেলে নদীতে স্নান করতে গিয়েছিলেন ওই যুবক। আচমকাই তলিয়ে যান। বৃহস্পতিবার সকালে যুবকের মৃতদেহ ভেসে ওঠে। নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার জন্যই বারবার এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:০৩
Share: Save:

ফের কংসাবতী নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত রবি হেমব্রম (৩৮)-এর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের বালিপোতায়। বুধবার বিকেলে নদীতে স্নান করতে গিয়েছিলেন ওই যুবক। আচমকাই তলিয়ে যান। বৃহস্পতিবার সকালে যুবকের মৃতদেহ ভেসে ওঠে। নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার জন্যই বারবার এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। মেদিনীপুর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে কংসাবতী। নদী লাগোয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে যথেচ্ছ বালি তোলার অভিযোগ দীর্ঘ দিনের। এখন আবার মেশিনের সাহায্যে বালি তোলা হয়। ফলে, বড় গর্তের সৃষ্টি হয়। আর তাতে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। বুধবারও ওই যুবক বালি-গর্তে ঢুকে গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। তাঁদের বক্তব্য, অবৈধ বালি তোলা বন্ধে প্রশাসন উদাসীন। বরং প্রশাসনের একাংশের মদতেই অসাধু ব্যবসায়ীরা এই কারবার চালিয়ে যাচ্ছে। এর ফলে এক দিকে যেমন সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, অন্য দিকে তেমনই সাধারণ মানুষেপ বিপদ বাড়ছে। বুধবার সন্ধ্যায় ওই দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়রা বিক্ষোভও দেখান। পরিস্থিতি দেখে বৃহস্পতিবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। প্রশাসনের অবশ্য বক্তব্য, নদীর আশপাশ থেকে অবৈধ ভাবে বালি তোলা বন্ধে তারা যথেষ্ট তত্‌পর। অবৈধ বালি বোঝাই লরি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangsabati robi hembree balipota
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE