Advertisement
E-Paper

অঙ্কন থেকে ক্যুইজ, পালিত শিশু দিবস

বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে আলোচনাচক্র- নানা আঙ্গিকে শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল শিশু দিবস। তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে এ দিন সকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৫ ০০:৫৭
সুতাহাটায় শিশুদিবসের এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী।

সুতাহাটায় শিশুদিবসের এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী।

বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে আলোচনাচক্র- নানা আঙ্গিকে শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল শিশু দিবস।

তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে এ দিন সকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন, ক্যুইজ, আবৃত্তি, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, নাচ ও গানের অনুষ্ঠানেরও আয়োজন হয়। তমলুক থানার কুলবেড়িয়া গ্রামের ঐক্যতান ক্লাবের উদ্যোগে চার দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস ও শিশুদিবস পালন করা হয়। মেচেদা লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। মেচেদায় একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত অনুষ্ঠানে নেহরুর জীবনী নিয়ে আলোচনাসভা আয়োজিত হয়। শিশুদিবস উপলক্ষে নন্দকুমার থানার উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রার আয়োজন হয়। পদযাত্রায় পা মেলান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে, ওসি অজয়কুমার মিশ্র-সহ প্রায় ২০০ জন সিভিক ভলান্টিয়ার, মহিলা পুলিশ ও ৩০ জন স্কুল-কলেজ পড়ুয়া এনসিসি সদস্য।

শিশু দিবস উপলক্ষে কাঁথির কাজলা জনকল্যাণ সমিতিতে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রকাশিত হয় শিশুদের নিজস্ব পত্রিকা ‘আমাদের লেখা’। কাঁথি মহকুমা কংগ্রেস অফিসে নেহরুর ১২৬তম জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, দলের মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, কাঁথি শহর কংগ্রেস সভাপতি বিশ্বনাথ তেওয়ারি প্রমুখ। পূর্ব মেদিনীপুর জেলা কিষাণ ও ক্ষেত মজদুর কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের জেলা কার্যকরী সভাপতি সুনীল মণ্ডল।

কাঁথি শহরের ৩ নম্বর ওয়ার্ডে বড় দারুয়া নবজাগরণ সঙ্ঘের পক্ষ থেকে শিশু উৎসবের আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন প্রমুখ। বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের উদ্যোগে বাজকুলে শতাধিক শিশুর উপস্থিতিতে শিশু দিবস উদ্‌যাপিত হয়। ভূপতিনগর থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতায় যোগ দেয় প্রায় ৭৮ জন শিশু। শিশু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে দিঘা থানা। ভূপতিনগর থানার পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমেও যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস উদ্‌যাপন করা হয়। নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করা ছাড়াও শিশুদিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সাহিত্যিক বিষ্ণুপদ ভুঁইয়া ও আশ্রমের কর্ণধার বলরাম করন।

শিশু দিবস পালিত হয় হলদিয়াতেও। শনিবার দুপুরে সুতাহাটার চৈতন্যপুরে সুতাহাটা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সাংসদ শুভেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল প্রমুখ। পরে সুতাহাটার সুবর্ণজয়ন্তী হলে সুতাহাটা একতা পরিষদ ও সুতাহাটা লায়ন্স ক্লাবের উদ্যোগে শিশু দিবস ও বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা। শুভেন্দুবাবু বলেন, ‘‘শিশুর স্বাস্থ্য, শিক্ষা ও শ্রম আইন ১০০ শতাংশ কার্যকর হওয়া উচিত। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।’’ হলদিয়ার বাসুদেবপুর গাঁধী আশ্রমে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত হোমে গিয়ে অনাথ ও প্রতিবন্ধী আবাসিক শিশুদের হাতে কেক, চকলেট, বেলুন, খেলনা তুলে দেন হলদিয়া মহকুমা পুলিশ। উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, সিআই (মহিষাদল) শুভঙ্কর দে-সহ পুলিশ আধিকারিকরা।

এগরা থানার বড় পোস্ট অফিসের সামনে স্থানীয় একটি পুজো কমিটির উদ্যোগে দুঃস্থ স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বই-খাতা-পেনসিল। দরিদ্র শিশুদের শীতবস্ত্র বিতরণও করা হয়। পটাশপুর থানার অমরপুরের পঞ্চবটী এলাকার এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ও পুলিশের যৌথ উদ্যোগে শিশুদের হাতে বই, খাতা, পেনসিল ও দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন এগরা মহকুমা পুলিশ আধিকারিক সমীর বসাক। উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি মহিয়ুল ইসলাম। ওই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হাতে ট্রাই-সাইকেলও তুলে দেওয়া হয়। ভগবানপুর থানার উদ্যোগে শিশু দিবসে আয়োজিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy