পূর্ব মেদিনীপুরের সরকারি শিশু আবাসের আবাসিকরা এ বার থেকে জেলার শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে লেখাপড়ার সুযোগ পাবে। এ কথা জানিয়ে জেলা সমাজ কল্যাণ আধিকারিক খুরশেদ আলম বলেন, “পূর্ব মেদিনীপুর জেলার চারটি আবাসের ছেলেমেয়েদের পড়ার জন্য স্থানীয় প্রাইমারি ও হাইস্কুলগুলিতে লেখাপড়া করার সুযোগ থাকলেও শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে লেখাপড়ার অনুমোদন ছিল না। সমাজ কল্যাণ দফতরের পক্ষে নিমতৌড়ি, হলদিয়া, নন্দীগ্রামের ঘোলপুকুরিয়া ও কাঁথির ফরিদপুর — চারটি সরকারি শিশু আবাসের আবাসিক শিশুরা যাতে স্থানীয় শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে পড়ার সুযোগ পায় সে জন্য জেলা পরিষদে আবেদন করা হয়েছিল। জেলা পরিষদ সেই আবেদন অনুমোদন করেছে বলে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানিয়েছেন।