Advertisement
১৯ মে ২০২৪

কোর্ট ফেরত বন্দির কাছে টাকা, চাঞ্চল্য জেলে

আদালত ফেরত এক বন্দির কাছ থেকে ২ হাজার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। আকাশ সিংহ নামের ওই বন্দি খড়্গপুরের একটি ডাকাতির মামলায় অভিযুক্ত। মামলার বিচার চলছে মেদিনীপুর আদালতে। সোমবার আদালতে তার হাজিরার দিন ছিল। বিকেলে ফের আদালত থেকে সংশোধনাগারে নিয়ে আসা হয়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০১:৩০
Share: Save:

আদালত ফেরত এক বন্দির কাছ থেকে ২ হাজার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। আকাশ সিংহ নামের ওই বন্দি খড়্গপুরের একটি ডাকাতির মামলায় অভিযুক্ত। মামলার বিচার চলছে মেদিনীপুর আদালতে। সোমবার আদালতে তার হাজিরার দিন ছিল। বিকেলে ফের আদালত থেকে সংশোধনাগারে নিয়ে আসা হয়। সংশোধনাগারে ঢোকার সময় তল্লাশি চালিয়ে আকাশের কাছ থেকে ২ হাজার টাকা উদ্ধার করা হয়। মেদিনীপুরের জেল সুপার খগেন্দ্রনাথ বীর বলেন, “তল্লাশি চালানোর সময় মাঝেমধ্যে নগদ টাকা-নেশার দ্রব্য উদ্ধার হয়। সোমবারও এমন একটি ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হচ্ছে।”

জেল সূত্রে খবর, একাংশ আধিকারিক-কর্মীর মদতেই এমন ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় অভিযুক্ত ওই বন্দির সঙ্গেও এক আধিকারিকের ‘সুসম্পর্ক’ রয়েছে। আকাশ গত বছরের জুন থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। যে আধিকারিকের সঙ্গে তার ‘সুসম্পর্ক’ রয়েছে বলে খবর, সেই আধিকারিকের নামও এক সময় সরকারি অর্থ নয়ছয়ের ঘটনায় জড়িয়ে ছিল। মেদিনীপুর জেলের মধ্যে থেকে মোবাইল ফোন, নগদ অর্থ, নেশার দ্রব্য উদ্ধারের ঘটনা নতুন নয়। জেলের এক আধিকারিকের কথায়, “উদ্বেগের বিষয় হল, অভিযোগ উঠলেও পরে আর সে ভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় না।” জেল সুপার খগেন্দ্রনাথবাবুও বলেন, “বিগত দিনে বেশ কয়েকজন রক্ষীকে সতর্কও করে দেওয়া হয়েছে। এ বার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

prisoner money recovered from prisoner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE