Advertisement
২৬ এপ্রিল ২০২৪

খুদেদের আঁকা-লেখায় রামকিঙ্কর স্মরণ ঝাড়গ্রামে

কচি কচি হাতে বড় বড় পোস্টকার্ডের রেপ্লিকা! সেখানে রং-বেরঙের ছবি এঁকেছে খুদেরা। পোস্টকার্ডের উল্টো পিঠে চিঠিও লিখেছে রিঙ্কু, যশ, টুবলু, পাপাই, ফুলমণির মতো ছ’শো শিশু। কেউ লিখেছে, ‘রামকিঙ্কর, আমি তোমার মতো শিল্পী হতে চাই।’

স্বপ্নসৃজন গাছে ঝোলানো পোস্টকার্ড। দেবরাজ ঘোষের তোলা ছবি।

স্বপ্নসৃজন গাছে ঝোলানো পোস্টকার্ড। দেবরাজ ঘোষের তোলা ছবি।

কিংশুক গুপ্ত
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ মে ২০১৪ ০১:৩৫
Share: Save:

কচি কচি হাতে বড় বড় পোস্টকার্ডের রেপ্লিকা! সেখানে রং-বেরঙের ছবি এঁকেছে খুদেরা। পোস্টকার্ডের উল্টো পিঠে চিঠিও লিখেছে রিঙ্কু, যশ, টুবলু, পাপাই, ফুলমণির মতো ছ’শো শিশু। কেউ লিখেছে, ‘রামকিঙ্কর, আমি তোমার মতো শিল্পী হতে চাই।’ কারও আবার প্রশ্ন, ‘রামকিঙ্কর, তুমি বিয়ে করো নি কেন? দায়িত্ব এড়াবে বলে?’ কেউ লিখেছে, ‘রামকিঙ্করদাদু আমি কোনওদিন চিঠি লিখিনি। তোমাকেই প্রথম লিখছি।’

রবিবার বিশিষ্ট শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেজের ১০৮ তম জন্মদিনে এমন অভিনব ভাবে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করেছিল ‘ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি’ কর্তৃপক্ষ। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর্ট অ্যাকাডেমির রামকিঙ্কর মঞ্চে ছশো শিশুর ‘অবিরাম আঁকা ও চিঠি লেখা’ দিয়ে এ দিনই শুরু হয়েছে ‘১৭তম শিশু উত্‌সব।’ প্রমাণ মাপের পোস্টকার্ড গুলি আর্ট অ্যাকাডেমি কর্তৃপক্ষের কল্পনাপ্রসূত। স্ট্যাম্পের জায়গায় রয়েছে রামকিঙ্করের মুখের ছবি। আর্ট অ্যাকাডেমি প্রাঙ্গণে তেজপাতা গাছকে কোলাজের সমাহারে স্বপ্নসৃজন-গাছ সাজানো হয়। শিশুদের আঁকা-লেখার পর পোস্টকার্ডগুলি ঝোলানো হয় সেই গাছে। শিশু উত্‌সব উপলক্ষে আগামী ২৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত কোলাজ, ক্যানভাস পেন্টিং, ম্যুরাল, ছাপাছবি, প্যাস্টেল, মিক্সড মিডিয়া, মডেল তৈরি, জল রং ও স্কেচ পেনে অঙ্কন কর্মশালার আয়োজনও করা হয়েছে।

ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র বলেন, “এসএমএস-এর যুগে নতুন প্রজন্মের মধ্যে বাংলা লেখায় ভাষার জ্ঞান হারিয়ে যাচ্ছে। চিঠি কীভাবে লিখতে হয় অনেকেই এখন জানে না। অথচ ব্যক্তিত্বের বিকাশ ও ভাষায় দখল আনতে চিঠি লেখার জুড়ি নেই। রামকিঙ্করের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সেই কারণেই এই উদ্যোগ।” সঞ্জীববাবু জানান, পরে সব চিঠিগুলি নিয়ে একটি সঙ্কলন প্রকাশ করা হবে। সংস্থার দোতলায় রামকিঙ্কর গ্যালারিতে রাখা হবে ওই সংকলন।

২০১১ সালে ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির উদ্যোগে রামকিঙ্করের জীবন ও শিল্পকর্ম নিয়ে এই স্থায়ী গ্যালারির উদ্বোধন হয়েছে। প্রদর্শনী কক্ষে রয়েছে শিল্পীর ৩০টি ভাস্কর্যের ছবি, তাঁর আঁকা দেড়শো স্কেচ ও পেন্টিংয়ের ছবি। শিল্পীর জীবনের কিছু বাস্তব নিদর্শনও ঠাঁই পেয়েছে সেখানে। রামকিঙ্কর সম্পর্কিত বহু গ্রন্থ, শিল্পীর নিজের ও তাঁর সম্পর্কে বিশিষ্টজনের বেশ কিছু চিঠিপত্র, ব্যবহার্য সামগ্রীতে সাজানো প্রদর্শনী কক্ষটি চিত্তাকর্ষক। সঞ্জীববাবু বলেন, “কিংবদন্তী এই শিল্পীর জীবন ও সাধনাকে বিস্তৃত করার জন্যই আমাদের এই উদ্যোগ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE