Advertisement
E-Paper

ঘনাচ্ছে ভোট, জোর প্রচার পূর্বে

এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন। আর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচারে নেমেছেন ডান-বাম সব দলের প্রার্থীরা। মঙ্গলবার বিকেলে কোলাঘাট বাজারে পদযাত্রা করে ভোটের প্রচার চালান তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু ও বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর নেতৃত্বে এ দিন তৃণমূল কর্মী সমর্থকরা কোলাঘাট রেল স্টেশন থেকে শহরের নতুনবাজার, পুরাতন বাজার হয়ে পাইকপাড়িতে বিডিও অফিস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ পদযাত্রা করে প্রচার চালান।

আনন্দ মণ্ডল

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০১:০৫
প্রচারে শুভেন্দু। —নিজস্ব চিত্র।

প্রচারে শুভেন্দু। —নিজস্ব চিত্র।

এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন। আর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচারে নেমেছেন ডান-বাম সব দলের প্রার্থীরা।

মঙ্গলবার বিকেলে কোলাঘাট বাজারে পদযাত্রা করে ভোটের প্রচার চালান তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু ও বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর নেতৃত্বে এ দিন তৃণমূল কর্মী সমর্থকরা কোলাঘাট রেল স্টেশন থেকে শহরের নতুনবাজার, পুরাতন বাজার হয়ে পাইকপাড়িতে বিডিও অফিস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ পদযাত্রা করে প্রচার চালান। তুলে ধরা হয় কোলাঘাট এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান। এ দিন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি মহিষাদলে ভোট প্রচারে বের হন। এ দিন সকাল থেকে মহিষাদলের উত্তর বেতকুন্ডু, দক্ষিণ বেতকুন্ডু, শুকলালপুর, গোপালচক, তেঁতুলবেড়িয়া, হীরারামপুর এলাকায় ছোট ছোট সভা করেন তিনি।

এছাড়াও স্থানীয় রজনীগঞ্জ বাজারে পদযাত্রা করে প্রচার চালান ইব্রাহিম ও সিপিএম নেতা-কর্মীরা। কোলাঘাটের দেউলিয়া বাজারে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী বাদশা আলম। বিকেলে নন্দকুমার বাজারে পদযাত্রা করেন কংগ্রেস প্রার্থী আনোয়ার আলি।

এ দিন সকালে কোলাঘাটের দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সেখানে আসা স্থানীয় মানুষের কাছে প্রচার চালান বিজেপি প্রার্থী বাদশা আলম, বিজেপি জেলা সম্পাদক সুকুমার দাস, দলের ব্লক নেতৃত্ব-সহ কর্মী-সমর্থকরা। সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১০ টা পর্যন্ত বাজারে প্রচার চালানোর পর দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন বাদশা আলম। কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের আমলে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও বেকারত্ব বৃদ্ধির অভিযোগকেই প্রচারের অন্যতম বিষয় করেছে বিজেপি। বাদশা আলম বলেন, “কংগ্রেস জোট সরকারের আমলে জিনিসপত্রের দাম বৃদ্ধি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি উন্নয়ন থমকে গিয়েছে। সাধারণ মানুষ এই সরকারের পরিবর্তন চাইছে। এ বার লোকসভা নির্বাচনে বিজেপির সরকার গঠনের জন্য আমরা মানুষের সমর্থন চাইছি।”

এ দিন বিকেলে নন্দকুমার বাজারে পদযাত্রা করে ভোট প্রচার চালান তমলুক লোকসভার কংগ্রেস প্রার্থী আনোয়ার আলি। নন্দকুমার বাজারে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে দলীয় প্রার্থীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন জেলা ও ব্লক কংগ্রেস নেতা-কর্মীরা। কেন্দ্রে স্থায়ী সরকার গঠনের সাথে বিভিন্ন জনমুখী কর্মসূচি রূপায়ণের জন্য সমর্থনের আবেদন জানান আনোয়ার আলি।

তমলুক লোকসভা কেন্দ্রের সাথে আগামী ১২ মে ভোট গ্রহণ করা হবে পাশের ঘাটাল লোকসভা কেন্দ্রে। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে বামফ্রন্টের হয়ে লড়াই করছেন সিপিআই প্রার্থী সন্তোষ রাণা। মঙ্গলবার সকালে পাঁশকুড়া পুরাতন বাজারে দলীয় কার্যালয়ে বিধানসভা এলাকার বামফ্রন্ট নেতা-কর্মীদের সভা করেন। এ বার লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রচারের বিষয় ও সাধারণ মানুষের কাছে তা তুলে ধরার জন্য এ দিন কর্মীদের বোঝান প্রবীন এই সিপিআই নেতা। কর্মিসভার পর সন্তোষবাবু বলেন, “কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি বিরোধী হিসেবে বামেদের শক্তি বৃদ্ধির জন্য আমরা লড়াই চালাচ্ছি। কংগ্রেস ও বিজেপির বিকল্প জোট সরকার গঠনে বামেদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এজন্য আমরা সাধারণ মানুষের কাছে আরও বেশী সমর্থন চাইছি।”

ananda mondal tamluk suvendu adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy