Advertisement
E-Paper

তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ১২ মে

কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি চলছিল। বুধবার সকালে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলা প্রশাসনে জোর কদমে শুরু হয়েছে তৎপরতা। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তমলুক ও কাঁথি দুটি পূর্ণাঙ্গ লোকসভা কেন্দ্র রয়েছে। এছাড়াও মেদিনীপুর লোকসভার মধ্যে জেলার এগরা বিধানসভা এলাকা ও ঘাটাল লোকসভা এলাকার মধ্যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৪ ০৭:৫৬

কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি চলছিল। বুধবার সকালে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলা প্রশাসনে জোর কদমে শুরু হয়েছে তৎপরতা। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তমলুক ও কাঁথি দুটি পূর্ণাঙ্গ লোকসভা কেন্দ্র রয়েছে। এছাড়াও মেদিনীপুর লোকসভার মধ্যে জেলার এগরা বিধানসভা এলাকা ও ঘাটাল লোকসভা এলাকার মধ্যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকা রয়েছে। আগামী ৭ মে মেদিনীপুর লোকসভা নির্বাচনের দিনেই এগরা বিধানসভা এলাকার ভোট গ্রহণ করা হবে। অন্য দিকে, আগামী ১২ মে তমলুক, কাঁথি ও ঘাটাল লোকসভার ভোট গ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা জানাতে এ দিন বিকেলে জেলা প্রশাসনিক অফিসে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক অন্তরা আচার্য। জেলাশাসক জানান, “আগামী ১২ মে জেলায় ভোটগ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হবে। ওই দিন থেকেই তমলুক ও কাঁথি লোকসভা আসনের জন্য পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। আগামী ২০-২৪ এপ্রিল পর্যন্ত (রবিবার বাদে) প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ২৫ এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা (স্ক্রুটিনি) করার দিন ধার্য হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ এপ্রিল। আগামী ১২ মে ভোট গ্রহণ করা হবে।” অন্য দিকে, আগামী ৭ মে মেদিনীপুর লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল বিজ্ঞপ্তি জারি হবে। ওই দিন থেকেই (রবিবার বাদে) ১৯ এপ্রিল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে। ২৩ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ মে। জেলা শাসক জানান, পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণের জন্য ২০ হাজার ৬৩০ জন ভোট কর্মীর তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এদের প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার থেকেই জেলায় নির্বাচন কমিশন প্রদত্ত আদর্শ আচরণ বিধি কার্যকরী হয়েছে। জেলা জুড়েই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ বা সমস্যা জানাতে জেলা নির্বাচন দফতরের টোল ফ্রী নম্বর ১৮০০ ৩৪৫ ৩২৪৫ চালু করা হয়েছে। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবার পূর্ব মেদিনীপুর জেলায় ভোটার সংখ্যা ৩৪ লক্ষ ৮৫ হাজার ৩১১ জন। এদের মধ্যে ১৮ লক্ষ ১৭ হাজার ১০৩ জন পুরুষ ও ১৬ লক্ষ ৬৮ হাজার ১৭৭ জন মহিলা। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪২৯৮টি। ভোট গ্রহণের জন্য ৫৪৮৮টি ইভিএম ব্যবহার করা হবে। জেলার কেটিপিপি হাইস্কুলে ও কাঁথি প্রভাতকুমার কলেজে ভোট গণনা করা হবে।

loksabha vote
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy