নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক শিশু। পরে তার দেহ উদ্ধার হয়। মৃত শিশুর নাম বিকাশ দাস (৬)। ঘটনাটি রবিবার দুপুরের। ঘটনার জেরে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই শিশুর বাড়ি পালবাড়িতেই। এ দিন দুপুরে নদীতে স্নান করতে গিয়েছিল শিশুটি। আচমকাই জলের তোড়ে সে ভেসে যায়। কিছু পরে অ্যানিকেতের কাছ থেকে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর সৌমেন খান। সৌমেনবাবু বলেন, “দু:খজনক ঘটনা। শিশুটি নদীতে স্নান করতে গিয়েছিল। আচমকাই জলের তোড়ে ভেসে যায়।”