সবং কলেজের ছাত্র পরিষদ কর্মী খুনের ঘটনায় জেলবন্দি ছাত্র পরিষদের দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ করলেন। বুধবার সবং থানায় বসে সজনীকান্ত মহাবিদ্যালয়ের ওই দুই ছাত্র তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ করেন। মেদিনীপুর জেল থেকে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায় ও হাওড়া জেল থেকে ছাত্র পরিষদ সদস্য অনুপম আদককে সবংয়ে নিয়ে যাওয়া হয়। দু’জনেই বাণিজ্য বিভাগের ছাত্র। গত বছরের ৭ অগস্ট সবং কলেজে ছাত্র সংঘর্ষের সময়ে ছাত্র পরিষদ কর্মী কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনায় ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে ঘটনায় জড়িয়ে সৌমেন ও অনুপমকে গ্রেফতার করা হয়। ১ ফেব্রুয়ারি তাঁদের আইনজীবী মেদিনীপুর আদালতে পরীক্ষার ফর্ম পূরণের আবেদন জানান। মঞ্জুরও হয়। এ দিন পুলিশি ঘেরাটোপে বেলা ১১টা নাগাদ থানায় আসে ওই দুই ছাত্র। ফর্ম পূরণের পরে ফের অনুপমকে হাওড়া ও সৌমেনকে মেদিনীপুর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।