রাতের অন্ধকার নয়। এ বার দিনে-দুপুরে শিশু, শিরিষ-সহ একাধিক গাছ কেটে পাচারের অভিযোগ উঠল। তবে ঘাটাল ব্লকের মোহনপুর পঞ্চায়েতের মূলগ্রামের এই ঘটনায় উদ্ধার করা গিয়েছে গাছগুলো। তবে পাচারকারীদের পাকড়াও করতে পারেন পুলিশ। ঘাটাল ব্লকের বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, “প্রায় লক্ষাধিক মূল্যের গাছ গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” ব্লক প্রশাসন সূত্রে খবর, ব্লকের মোহনপুর পঞ্চায়েতের অধীন মূলগ্রাম-জলসরা রাস্তায় বহু বছর আগে গাছগুলো লাগানো হয়েছিল। সবুজায়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগ এবং আর্থিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ওই সড়কে শিশু, শিরিষ, ইউক্যালিপটাস-সহ শতাধিক গাছ লাগানো হয়েছিল। এই গাছগুলির মধ্যে প্রায় গোটা ষাটেক গাছ বিক্রির উপযোগী হয়ে গিয়েছিল। গাছগুলি বিক্রি করে পঞ্চায়েতের নিজস্ব তহবিল বাড়ানোর উদ্যোগীও হয়েছিল পঞ্চায়েত কর্তৃপক্ষ। সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক উত্তম মণ্ডল বলেন, “তৃণমূলের লোকজনই গাছ গুলি কেটে বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু গ্রামের কিছু লোক বিডিও ও থানায় জানানোর ফলে গাড়িটি ফেলে সব চম্পট দেয়।’’ তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝির বক্তব্য, “এটা সিপিএমের অপপ্রচার। বিডিও তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে।”