Advertisement
E-Paper

পুজো আসছে...

জেলার পুজোর সুলুকসন্ধান

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৮

• পুজোর বয়স: চতুর্থ বছর।

• এ বার বাজেট: ৮ লক্ষ টাকা।

চলছে মণ্ডপ তৈরির কাজ। নিজস্ব চিত্র।

• পুজোর বৈশিষ্ট্য: বাংলা ও নাগালান্ডের সমাজ-সংস্কৃতি তুলে ধরা হবে। অলঙ্করণে থাকছে রকমারি আলপনা।

• উদ্যোক্তাদের দাবি: এ বার নজর কাড়বে প্রতিমা সজ্জা ও অভিনব আলোকসজ্জা।

• পথ নির্দেশ: এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন নবরূপ ক্লাব পার্শ্বস্থ মাঠ।

খড়্গপুর

• ক্লাবের নাম: সাউথ ডেভেলপমেন্ট অভিযাত্রী।

• পুজোর বয়স: ৪৫ তম বর্ষ।

• এ বার বাজেট: ১৮ লক্ষ টাকা।

চলছে মন্দিরের আদলে মণ্ডপ তৈরির কাজ। নিজস্ব চিত্র।

• পুজোর বৈশিষ্ট্য: দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ। ৮০ ফুট উচ্চতার মণ্ডপে থাকবে প্লাই ও থার্মোকলের কাজ।

• উদ্যোক্তাদের দাবি: সোনালি রঙের থিমের প্রতিমার বসন থেকে অস্ত্র, সবই মোড়া থাকবে পিতলে।

• পথ নির্দেশ: খড়্গপুর স্টেশন থেকে রিকশায় দশ মিনিটে পৌঁছনো যাবে মণ্ডপে।

pujo egra amar pujo kharagpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy