Advertisement
০২ মে ২০২৪

প্রেম টেকেনি দাদার সঙ্গে, বান্ধবীকে খুনে ধৃত কিশোরী

সহপাঠিনীর দাদার সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছিল মাস তিনেক আগে। সেই আক্রোশে সহপাঠিনীকে খুন করানোর অভিযোগে গ্রেফতার হল এক কিশোরী। এই কাজে ওই কিশোরী বর্তমান প্রেমিককে ব্যবহার করেছে বলেও অভিযোগ। সেই যুবক পলাতক। তবে তার দুই সঙ্গীকে পুলিশ ধরেছে।

দেবমাল্য বাগচি
খড়্গপুর শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ০২:২৭
Share: Save:

সহপাঠিনীর দাদার সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছিল মাস তিনেক আগে। সেই আক্রোশে সহপাঠিনীকে খুন করানোর অভিযোগে গ্রেফতার হল এক কিশোরী। এই কাজে ওই কিশোরী বর্তমান প্রেমিককে ব্যবহার করেছে বলেও অভিযোগ। সেই যুবক পলাতক। তবে তার দুই সঙ্গীকে পুলিশ ধরেছে।

পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার কোটবাড় গ্রামের বাসিন্দা নিহত এবং ধৃত দুই কিশোরীরই বয়স ষোলো। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল নিহত কিশোরী। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরে বেলদার বড়মাতকাতপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে একটি নয়ানজুলি থেকে তার দেহ উদ্ধার হয়। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। বেলদা থানায় অপহরণ করে খুনের অভিযোগ করেছেন নিহত কিশোরীর বাবা। ধর্ষণের অভিযোগ হয়নি। তবে পুলিশ সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের পরেই বলা যাবে কিশোরীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা।

অভিযুক্ত কিশোরী, তার বর্তমান প্রেমিক দাঁতনের খণ্ডরুইয়ের বাসিন্দা বছর কুড়ির শেখ রফিজুল এবং তার দুই সঙ্গী শেখ উকিল ও বিশু ঘড়াইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। রফিজুল পলাতক। ধরা পড়েছে বাকি তিন জন। ধৃত কিশোরী অবশ্য পুলিশের কাছে দাবি করেছে, রফিজুলকে সে বলেছিল বান্ধবীকে ভয় দেখাতে। খুনের পরিকল্পনা তার ছিল না। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর বলেন, “প্রণয়ঘটিত কারণেই এই খুন। ধৃত কিশোরীকে জেরা করা হচ্ছে। পলাতক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একই স্কুলে দশম শ্রেণিতে পড়ত নিহত এবং ধৃত কিশোরী। তাদের বাড়িও কাছাকাছি। সেই সূত্রেই নিহত কিশোরীর দাদার সঙ্গে ধৃত কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। নিহতের বাবা পেশায় ঠিকাদার। আর অভিযুক্ত কিশোরীর বাবা চাষবাস করেন। স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের আর্থিক অবস্থার ফারাক ওই প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। মাস তিনেক আগে সম্পর্ক ভেঙেও যায়। নিহত কিশোরীর দাদা অবশ্য ধৃত কিশোরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা মানতে চাননি। যদিও স্থানীয়রা জানাচ্ছেন, দু’জনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযুক্ত কিশোরীও পুলিশকে তা-ই জানিয়েছে। স্থানীয় বাসিন্দা তথা পঁচেট গ্রাম পঞ্চায়েতের সদস্য নজিবুর মল্লিকও বলেন, “প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় বদলা নিতেই অভিযুক্ত কিশোরী এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে আমাদের।”

কিন্তু সম্পর্ক ভাঙার আক্রোশ থেকে একেবারে বান্ধবীকে খুনের ছক? তা-ও মাত্র ষোলো বছর বয়সে?

দু’ধরনের পরাজয়ের অনুভূতি থেকে ওই কিশোরী প্রতিহিংসার পথ গিয়েছে বলে ধারণা মনোবিদ নীলাঞ্জনা সান্যালের। তাঁর মতে, “বান্ধবীর দাদার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় কিশোরীর আত্মসম্মানে আঘাত লাগতে পারে। তার মনে হতে পারে যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকায় সচ্ছল পরিবারের ছেলেটি কিছু দিন সম্পর্ক রেখেই ছেড়ে দিয়েছে।” এই দুই ধারণা থেকে যে ঘৃণা জন্মেছে, তার জেরেই ওই কিশোরী নিজের বান্ধবীকে খুন করিয়েছে বলে মনে করছেন নীলাঞ্জনাদেবী। পুলিশকে ধৃত কিশোরী জানিয়েছে, সম্প্রতি দাদার বন্ধু কলেজ পড়ুয়া রফিজুলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। আগের সম্পর্ক ভাঙা নিয়ে ক্ষোভের কথাও সে রফিজুলকে জানায়। দু’জনে বদলার পরিকল্পনা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধেয় নাগাদ রফিজুলের সঙ্গে পরিচয় করাবে বলে ওই কিশোরী তার বান্ধবীকে ডাকে। রফিজুল গাড়িতে সেখানে আসে। ওই গাড়িতেই নিয়ে যাওয়া হয় তার বান্ধবীকে। তবে রফিজুলের সঙ্গী দুই যুবক (চালক বিশু ঘড়াই ও শেখ উকিল)-কে চিনত না বলে দাবি ধৃত কিশোরীর। শনিবার রাতে বাড়ি না ফেরায় নিহত কিশোরীর পরিজনেরা খোঁজ শুরু করেন। এ দিন সকালে বেলদায় দেহ মিলতে কিশোরীর পরিজনেরা শনাক্ত করেন। নিহতের বাবা বলেন, “মেয়ের বান্ধবী যে এমন করবে দুঃস্বপ্নেও ভাবিনি!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

debmalya bagchi khragpur patasphur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE