Advertisement
১৯ মে ২০২৪

পালিয়ে যাব না, প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দেবের

অভিনেতার ইমেজ ছেড়ে রীতিমত রাজনীতির ঢঙে এ বার বক্তব্য রাখলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বৃহস্পতিবার নিজের লোকসভার কেন্দ্রের অধীন পাঁশকুড়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে গতবারের সাংসদের সঙ্গে তুলনা টেনে তাই তাঁর বক্তব্য, “আমি জেতার পর আপনাদের ফেলে পালিয়ে যাব না। আগের এমপি (গুরুদাস দাশগুপ্ত) যতবার এসেছেন তাঁর চেয়ে অনেক বেশীবার আমাকে পাবেন।”

পাঁশকুড়ার প্রচারে দেব। বৃহস্পতিবার পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

পাঁশকুড়ার প্রচারে দেব। বৃহস্পতিবার পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৩ মে ২০১৪ ০১:৩৩
Share: Save:

অভিনেতার ইমেজ ছেড়ে রীতিমত রাজনীতির ঢঙে এ বার বক্তব্য রাখলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বৃহস্পতিবার নিজের লোকসভার কেন্দ্রের অধীন পাঁশকুড়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে গতবারের সাংসদের সঙ্গে তুলনা টেনে তাই তাঁর বক্তব্য, “আমি জেতার পর আপনাদের ফেলে পালিয়ে যাব না। আগের এমপি (গুরুদাস দাশগুপ্ত) যতবার এসেছেন তাঁর চেয়ে অনেক বেশীবার আমাকে পাবেন।”

এ দিন সকালে পাঁশকুড়ার কেশাপাট বাজারে সকাল ৯ টায় তাঁর প্রচার সভা শুরুর সময় ছিল। সাজানো সভা মঞ্চের সামনে তখনও ভিড় তেমনজমেনি, উদ্যোক্তারাও অনেকই এসে পোঁছাননি। তৃণমূলের স্থানীয় নেতারা অনেকেই এসে পৌঁছাননি। কিন্তু টলিউডের সুপারস্টার ঠিক ৯ টা বাজতেই হাজির হয়ে যান। উপস্থিত নেতাদের কিছুটা অবাক করেই পাঁশকুড়া-ঘাটাল সড়ক ধরে কেশাপাট বাজারে এসে সটান সভামঞ্চে উঠে পড়েন তিনি। এরপরই প্রিয় নায়ককে এক পলক দেখার জন্য খুদে, স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণী-সহ জনতা মঞ্চের সামনে ভিড় বাড়াতে থাকে। অটোগ্রাফ নেওয়া থেকে হাত মেলানোর জন্য উদগ্রীব জনতার আবদার মেটানোর ফাঁকে পাকা রাজনীতিকের ঢঙে এ দিন ঘাটাল এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে দেব বলেন, “এখানে বার বার আসব। আমি আপনাদের জন্য কিছু করতে চাই। এই এলাকার উন্নতির জন্য কাজ করতে চাই।”

নির্বাচনে নাম ঘোষণার পর সিপিএম সমর্থক জেঠুকে পাশে নিয়ে প্রচার শুরু করেছিলেন দেব। রাজনৈতিক সৌজন্যের নজির গড়ে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন প্রতিপক্ষ বাম প্রার্থী সন্তোষ রাণার বাড়িতেও। কিন্তু রাজনীতি যে বড় কঠিন ঠাঁই। তাই দেবের সুপারস্টার ইমেজ নিয়ে বিরোধী দলগুলি তো বটেই ঘাটাল লোকসভার বামফ্রট ও কংগ্রেস প্রার্থীরা নানাভাবে কটাক্ষ করেছেন। তাই আর নায়কোচিত ভঙ্গী নয়, এ বার রীতিমতো রাজনৈতিক ঢঙে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানান দেব। বৃহস্পতিবার কেশাপাট বাজারের সভামঞ্চে দাঁড়িয়ে এলাকার বাসিন্দাদের উদ্দেশে তাই তিনি বলেন, “আমার ভোটে দাঁড়ানো নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন। আপনাদের মিথ্যে কথা বলে, ঠকিয়ে লাভ নেই। আমি রোমিও, পাগলু করে যথেষ্ট ভাল আছি, সুখে আছি। তাই পর্দার দেবকে নয়, আসল দীপক অধিকারীকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এ বার শুধু আপনাদের জন্য কাজ করে যাব।”

গতবার ঘাটাল লোকসভা থেকে বিজয়ী সিপিআইএর সাংসদ গুরুদাশ দাশগুপ্ত যে এলাকায় সেভাবে আসেন না তা নিয়ে এলাকার বাসিন্দাদের অভিযোগ রয়েছে। এ দিন প্রচারে গিয়ে গুরুদাসবাবুর নাম না করেই একাধিক সভায় দেব বলেন, “অনেকের প্রশ্ন আছে দেব কি ভোটে জিতলে এলাকায় আসবে? আরে আমি যাব কোথায়! গেলে তো যাব ছবির শুটিং করতে। আমি আপনাদের কথা দিচ্ছি আগের এমপি যতবার এসেছেন তাঁর চেয়ে বেশী বেশী করে আমাকে পাবেন।” তবে তাঁর সংযোজন, “আগের এমপি যে সব কাজ করেছেন তাঁর জন্য ওঁকে সম্মান জানাচ্ছি। তবে আমি ওঁনার চেয়ে বেশী কাজ করব এই পরিশ্রুতি দিচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন।”

অভিনেতার পাশাপাশি রাজনীতিক হয়ে ওঠার পথে একধাপ এগিয়ে যাওয়া টলিউডের সুপারস্টার এ দিন সভায় বলেন, “আমার এখনও অনেক শেখার সময় আছে। শিখতে চাই, মানুষের কাজ করতে চাই।” দেবের সঙ্গে এ দিন প্রচারে ছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ওমর আলি, পুরসভার কাউন্সিলর আনিসুর রহমান প্রমুখ। এ দিন পাঁশকুড়ার কেশাপাট ছাড়াও হাউর এলাকার পুরুল, পাঁশকুড়া পুরাতন বাজার, হরিনারায়ণচক, ধুলিয়াপুর, পাঁশকুড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রচার সভায় হাজির হয়ে বক্তব্য রাখেন তৃণমূলের তারকা প্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dev’s promise panskura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE