Advertisement
০৮ মে ২০২৪

ফিরিয়ে দিচ্ছে বহু ব্যাঙ্ক, অ্যাকাউন্ট খুলতে শিবির

কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে চরম হয়রান হতে হচ্ছে ছাত্রী ও অভিভাবকদের। পশ্চিম মেদিনীপুরের বহু ছাত্রী এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই পারেননি! সমস্যা দূর করতে শিবির করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০০:৩৮
Share: Save:

কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে চরম হয়রান হতে হচ্ছে ছাত্রী ও অভিভাবকদের। পশ্চিম মেদিনীপুরের বহু ছাত্রী এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই পারেননি! সমস্যা দূর করতে শিবির করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী বৃহস্পতিবার সেই শিবির হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরে ব্যাঙ্কের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সমরেন্দ্র ষন্নিগ্রাহী। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ওই শিবিরে বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শিবিরেই ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে নতুন অ্যাকাউন্টের পাস বই।

কন্যাশ্রী বা শিক্ষাশ্রী প্রকল্পের সরকারি সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট উপভোক্তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে। এ ক্ষেত্রে নগদে টাকা দেওয়ার নিয়ম নেই। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়। কিন্তু অভিযোগ, বেশ কয়েকটি ব্যাঙ্কের কর্তৃপক্ষ কন্যাশ্রীর জন্য ছাত্রীদের অ্যাকাউন্ট খুলতে রাজি হচ্ছেন না। ওই সব ব্যাঙ্কের আধিকারিকদের বক্তব্য, সামান্য কিছু টাকার জন্য বছরভর অ্যাকাউন্টের হিসাব রাখতে হয়। কর্মী সঙ্কটের মধ্যে সেই ঝক্কি সামলানো মুশকিল। তাছাড়া, এতে ব্যাঙ্কের ন্যূনতম মুনাফাও হয় না।

বর্তমানে একশো দিনের প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্যভাতা, প্রতিবন্ধী ভাতা, ইন্দিরা আবাস যোজনা যে কোনও সরকারি প্রকল্পে আর্থিক সাহায্য পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক। ফলে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু মুনাফা কিছুই হচ্ছে না। এ ক্ষেত্রে অনিচ্ছুক ব্যাঙ্কের আধিকারিকদের প্রস্তাব, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বেতন যে ব্যাঙ্কের মাধ্যমে হয়, কন্যাশ্রী বা শিক্ষাশ্রীর জন্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কেই খোলা হোক।

অ্যাকাউন্ট খোলা নিয়ে কিছু ব্যাঙ্কের অনীহার কথা পৌঁছেছে জেলা সভাধিপতি উত্তরা সিংহের কানেও। তাঁর কথায়, “কিছু ক্ষেত্রে এমন অভিযোগ উঠছে। আমরা ব্যাঙ্কগুলিকে জানিয়েছি, এ ক্ষেত্রে গাফিলতি করা যাবে না। প্রয়োজনে ফের ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করব।” লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক ম্যানেজার সমরেন্দ্রবাবু অবশ্য এ ক্ষেত্রে ব্যাঙ্কের কোনও গাফিলতি রয়েছে বলে মানতে নারাজ। তিনি, “ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে না, এমন অভিযোগ নেই। তবে যাতে কোনও ছাত্রীর সমস্যা না হয়, সে জন্য আমরা শিবির করে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছি।” তবে সমরেন্দ্রবাবু যাই বালুন, এই শিবিরের উদ্যোগই প্রমাণ করে দেয়, কন্যাশ্রী চালু হওয়ার পর কয়েকমাস কেটে গেলেও বহু ছাত্রী এখনও অ্যাকাউন্ট খুলতে পারেননি এবং সে ক্ষেত্রে ব্যাঙ্কগুলির অসহযোগিতা যে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে ঠিক কেমন অভিজ্ঞতা হচ্ছে অভিভাবকদের?

মেদিনীপুর শহরের চিড়িমারসাই এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী ঋত্বিকা দাসের মা ঝুমাদেবীর কথায়, “একমাস ধরে পাঁচটি ব্যাঙ্ক ঘুরেছি। প্রত্যেকেই বলছে এখানে হবে না, ওখানে যান। একটি ব্যাঙ্ক আবার অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র দিল। কিন্তু তা পূরণ করে জমা দেওয়ার সময় জানিয়ে দিল, হবে না।” সপ্তম শ্রেণির ছাত্রী তৃষা রাউতের বাবা সৌরভ রাউতেরও একই অভিজ্ঞতা হয়েছে। তিনি বলেন, “শিক্ষাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য পেতে একাধিক ব্যাঙ্কে গিয়েছি। কেউই অ্যাকাউন্ট খুলতে রাজি হয়নি।” কোলষাণ্ডার বাসিন্দা সুবল পাতর জানালেন, তিনটি ব্যাঙ্কে ঘুরেছেন। কেউ অ্যাকাউন্ট খুলতে রাজি নয়। এমনকী যে ব্যাঙ্কে সুবলবাবুর অ্যাকাউন্ট রয়েছে, তারাও তাঁর মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে রাজি হয়নি। সুবলবাবু বলেন, “ব্যাঙ্কের সাফ কথা, অ্যাকাউন্ট খুলতে হলে দু’-আড়াই হাজার টাকা দিয়ে খুলতে হবে। যদি এত টাকাই থাকবে তাহলে কি সামান্য সরকারি সাহায্য পেতে এত ঘুরে বেড়াতাম।”

এ ভাবেই প্রতিদিন শয়ে শয়ে অভিভাবককে হয়রান হতে হচ্ছে বলে অভিযোগ। অথচ, সরকার জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া সহায়তা মিলবে না। ব্যাঙ্কগুলিকেও ‘জিরো ব্যালান্স’ অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন জানিয়েছে। এ নিয়ে রাজ্য থেকে জেলাস্তরে বারেবারে ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে সব ব্যাঙ্কই জানিয়ে যায়, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাঁরা প্রস্তুত। কিন্তু কার্যক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র। শিবির করলে সঙ্কট কাটে কিনা সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kanyashree bank account mednapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE