খেলার মাঠ ঘিরে সংঘর্ষের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে পাঁশকুড়ার আমড়াগোয়াল গ্রাম থেকে শঙ্কর সামন্ত নামে ওই যুবককে ধরা হয়। বুধবার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শংকর সামন্ত। বুধবার তাঁকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেলার মাঠকে কেন্দ্র করে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় পাঁশকুড়ার আমড়াগোয়াল গ্রামে দুটি পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন জখম হন। তাঁদের মধ্যে রবিবার নিতাই মণ্ডল নামে এক যুবকের মৃত্যুও হয়েছে। সেই ঘটনাতেও পুলিশ শঙ্করকে এ দিন গ্রেফতার করে।