Advertisement
০৩ মে ২০২৪

মমতার সভায় উজ্জীবিত তৃণমূল

জেলার তিন কেন্দ্রের তিন প্রার্থীই রাজনীতির ময়দানে আনকোরা। এ নিয়ে একাংশ তৃণমূল কর্মী-সমর্থকের মধ্যে চাপা অসন্তোষ ছিল। কিন্তু সোমবার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন তিনটি সভার পরে উজ্জীবিত জেলা তৃণমূল। নেতৃত্বের দাবি, দলনেত্রীর সভার পর কর্মীরা আগের থেকে চাঙ্গা হয়েছেন। নিজেরা উদ্যোগী হয়ে ভোট-প্রচারে নামতে চাইছেন। জেলায় এসে তারকা প্রার্থী সন্ধ্যা রায়, দেবও বুঝিয়ে দিয়েছেন, তাঁদের জয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০০:৫৭
Share: Save:

জেলার তিন কেন্দ্রের তিন প্রার্থীই রাজনীতির ময়দানে আনকোরা। এ নিয়ে একাংশ তৃণমূল কর্মী-সমর্থকের মধ্যে চাপা অসন্তোষ ছিল। কিন্তু সোমবার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন তিনটি সভার পরে উজ্জীবিত জেলা তৃণমূল। নেতৃত্বের দাবি, দলনেত্রীর সভার পর কর্মীরা আগের থেকে চাঙ্গা হয়েছেন। নিজেরা উদ্যোগী হয়ে ভোট-প্রচারে নামতে চাইছেন। জেলায় এসে তারকা প্রার্থী সন্ধ্যা রায়, দেবও বুঝিয়ে দিয়েছেন, তাঁদের জয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। তৃণমূলের চিকিৎসক প্রার্থী উমা সরেনও বার্তা দিয়েছেন, ভোটে জিতে তিনি দলনেত্রীর স্বপ্নই পূরণ করতে চান। তিনটি সভাতেই ব্যাপক মানুষের ভিড় হয়েছিল। ভিড় দেখে খুশি হন তৃণমূলনেত্রীও। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “এই ভিড়ই প্রমাণ করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। তৃণমূলের সঙ্গে রয়েছেন। এ বার জেলার তিনটি আসনেই আমরা বিপুল ভোটে জিতব।”

সোমবার তিনটি সভাই নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হয়। গোড়ায় ঠিক ছিল, তৃণমূলনেত্রী হেলিকপ্টারে আসবেন। সেই মতো সভাস্থলের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে হেলিপ্যাড তৈরি করা হয়। কিন্তু কপ্টার-বিভ্রাটে সড়কপথেই জেলায় আসতে হয় মমতাকে। কেশিয়াড়ি, গড়বেতা, কেশপুর তিনটি সভা শেষ করতে রাত ৮টা বেজে যায়। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে তৃণমূলের জেলা সভাপতি দীনেনবাবুকে ফোন করে সভা পরবর্তী পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মমতা। জানতে চেয়েছেন, কোথাও কোনও সমস্যা হয়েছে কি না। জেলা সভাপতি তাঁকে জানান, কোনও সমস্যা হয়নি। চড়া রোদ আর তীব্র গরমের মধ্যেও মানুষ যে ভাবে দলনেত্রীর কথা শোনার জন্য সভাস্থলে অপেক্ষা করেছেন, ধৈর্য দেখিয়েছেন, তা দেখেও খুশি জেলা নেতৃত্ব। দলের অন্দরে নেতৃত্বের পর্যালোচনা, তিনটি সভাতেই যে সংখ্যক মানুষ এসেছিলেন, তার ৮০ শতাংশই সংগঠিত ভাবে এসেছিলেন। বাকি ২০ শতাংশ নিজের থেকে। জেলা তৃণমূলের এক নেতার দাবি, “আগের থেকে জেলায় আমাদের সাংগঠনিক শক্তি বেড়েছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির ফলেই নেত্রীর তিনটি সভায় ব্যাপক মানুষের ভিড় সম্ভব হয়েছে। সংগঠিত ভাবে না এলে এত মানুষ দীর্ঘক্ষণ ধরে এ ভাবে বসে থাকতেন না।”

কিন্তু সভায় যাঁরা এসেছিলেন, তাঁরা কি সকলেই তৃণমূলকে ভোট দেবেন? তারকা-প্রার্থীদের দেখতে ভিড় বাড়েনি তো? বিশেষ করে দেবের মতো সুপারস্টারকে দেখতে যেখানে সবাই পাগল? তৃণমূলের জেলা নেতাদের ব্যাখ্যা, “সামান্য কয়েকজন হয়তো তারকাদের দেখতে এসেছিলেন! তবে, এটা ফ্যাক্টর নয়।”

দলীয় সূত্রের খবর, ভোট-প্রচারে ফের পশ্চিম মেদিনীপুরে আসবেন মমতা। চলতি মাসের মাঝামাঝি বা শেষের দিকে তিনি জেলায় আসবেন। তবে পরবর্তী সভাগুলি কোথায় কোথায় হবে, তা চূড়ান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dinen roy mamata banerjee election campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE