বেলপাহাড়ি ব্লকের শিলদা এলাকার কালিন্দীপাড়া ও দুলেপাড়ায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার আক্রান্ত হন ৪০ জন। শনিবার আরও ১৫ জন। অসুস্থদের মধ্যে সাত জন শিশু। ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাঝি জানান, অসুস্থদের শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছে। একজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। এ দিন এলাকায় মেডিক্যাল টিম গিয়েছিল। জানা গিয়েছে, কালিন্দীপাড়ার বাসিন্দারা নলবাহিত পরিস্রুত পানীয় জলপান করেন। দুলে পাড়ার বাসিন্দারা টিউবওয়েলের জল ব্যবহার করেন। মহাষ্টমীর দিনে রেশনে পাওয়া তেলে লুচি ভেজে খেয়েছিলেন দুই পাড়ার বাসিন্দারা। তারপর থেকে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খাদ্যে বিষক্রিয়া হয়েছিল কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অশ্বিনীবাবু।