রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় একশোটি বি এড কলেজ হতে চলেছে বলে জানাল উচ্চশিক্ষা দফতর। কলকাতা, কল্যাণী এবং বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬৯টি বি এড কলেজ রয়েছে। এ বার গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও প্রায় একশোটি কলেজ হতে চলেছে। মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতার ক্ষেত্রে প্রশিক্ষণ (বি এড) বাধ্যতামূলক করেছে এনসিটিই। কিন্তু সেই তুলনায় রাজ্যে বি এড কলেজ কম বলে এত দিন অভিযোগ ছিল।