জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিকে হিটলারের সঙ্গে তুলনা করলেন মুকুল রায়। এসএসকেএম হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই বিজেপি নেতা মুকুল রায় এ দিন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ হিটলারকেও হার মানায়। মুকুলের আরও বক্তব্য, হাসপাতালে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া এবং জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা, দুই দায়িত্বই স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেরই বর্তায়।
টানা আন্দোলনের জেরে রাজ্য জুড়েই কার্যত স্বাস্থ্য পরিষেবা শিকেয় উঠেছে। কলকাতার সব ক’টি মেডিক্যাল কলেজে পরিষেবা বন্ধ করে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলেন, ৪ ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।
সেই প্রেক্ষিতেই মুকুল রায় এ দিন বলেন, ‘‘এসএসকেএম হাসপাতালে এই আচরণ (মমতা বন্দ্যোপাধ্যায়ের) হিটলারকেও হার মানায়। যেন তানাশাহির রাজনীতি চলছে।’’