Advertisement
০১ মে ২০২৪

তালাক থাক, পাল্টা নারীকণ্ঠ জমিয়তের

মহাজাতি সদনে এ দিনের কনভেনশনে তিন তালাক প্রথার সমর্থনে মুখ খুলেছেন হাওড়ার জায়রা, বারাসতের উম্মে আয়েষা, দেগঙ্গার আসমা খাতুন, ফতিমা, মারিয়ম, বর্ধমানের বেনজির, নন্দীগ্রামের সায়রা খাতুন প্রমুখ। ঘটনাচক্রে, জায়রা আবার তালাক নিয়ে মামলাকারী ইশরাত জাহানের আত্মীয়া।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০২:৫৫
Share: Save:

তৎক্ষণাৎ তালাক প্রথার অবলুপ্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুসলিম কিছু মহিলা। তার পাল্টা এ বার জমিয়তে উলামায়ে হিন্দের কনভেনশন থেকে তিন তালাক প্রথা বজায় রাখার পক্ষেই সওয়াল করলেন মুসলিম মহিলাদের একাংশ। জমিয়তের সংগঠনে মহিলাদের কোনও পদ নেই, বৈঠকে মহিলাদের ডাকাও হয় না সচরাচর। কিন্তু জমিয়তের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী সোমবার বলেন, তিন তালাক নিয়ে ‘এক তরফা’ প্রচার হচ্ছে বলেই মহিলাদের বক্তব্য শোনানোর এই ব্যবস্থা ‘বাধ্য হয়ে’ তাঁদের করতে হয়েছে। পরে প্রয়োজনে কলকাতায় ১০ হাজার মুসলিম মহিলা নিয়ে বেনজির মিছিলের কথাও জানিয়ে রেখেছে জমিয়তে।

আরও পড়ুন: বাবার কারাদণ্ডে খুশি দার্জিলিংও

মহাজাতি সদনে এ দিনের কনভেনশনে তিন তালাক প্রথার সমর্থনে মুখ খুলেছেন হাওড়ার জায়রা, বারাসতের উম্মে আয়েষা, দেগঙ্গার আসমা খাতুন, ফতিমা, মারিয়ম, বর্ধমানের বেনজির, নন্দীগ্রামের সায়রা খাতুন প্রমুখ। ঘটনাচক্রে, জায়রা আবার তালাক নিয়ে মামলাকারী ইশরাত জাহানের আত্মীয়া। তাঁদের দাবি, মুসলিমদের ধর্মীয় অধিকারে আদালতের হস্তক্ষেপ কাম্য নয়। বিয়ে বা বিচ্ছেদে শরিয়তি বিধান মেনেই তাঁরা ভাল আছেন জানিয়ে আয়েষাদের যুক্তি, যে কোনও পরিস্থিতি শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে গিয়ে অত্যাচারে মৃত্যু বা আত্নহত্যার ঘটনা অন্যান্য সম্প্রদায়ে অনেক বেশি। কিন্তু মুসলিমদের জন্য তালাকের দরজা খোলা ছিল। এখন সেই দরজা বন্ধ করে দিয়ে তাঁদের যে কোনও পরিস্থিতিতে আপস করতে বাধ্য করা হচ্ছে বলে ওই বক্তাদের অভিযোগ। গ্রামে গ্রামে তালাক সংক্রান্ত পরিস্থিতিতে নজর রাখার জন্য কমিটি গড়ার কথাও ঘোযণা করা হয়েছে জমিয়তের কনভেনশনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE