Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Duare Sarkar

দুয়ারে সরকারের বরাদ্দ বাড়ল

সরকারের দাবি, গত বছর উপভোক্তাদের পরিষেবা খাতে ১৫ হাজার ৮০০ কোটি টাকা খরচ করা হয়েছিল।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০৪:৪২
Share: Save:

দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা খাতে অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করল রাজ্য সরকার। সরকারের ঘোষণা, ৩০ জানুয়ারির পরিবর্তে দুয়ারে সরকারের চতুর্থ দফার কর্মসূচি শেষ হবে ২৫ জানুয়ারি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত বছরের তুলনায় এ বছর আরও প্রায় ন’হাজার কোটি টাকা দফতরগুলির জন্য মঞ্জুর করল রাজ্য।

সরকারের দাবি, গত বছর উপভোক্তাদের পরিষেবা খাতে ১৫ হাজার ৮০০ কোটি টাকা খরচ করা হয়েছিল। এ বছর ২৪ হাজার ২৫৫ কোটি টাকা খরচ করা হবে। এখনও পর্যন্ত ন’হাজার কোটি টাকা খরচ হয়েছে এই খাতে। পরিষেবা দিতে আরও আরও প্রায় ১৫ হাজার ২৫৫ কোটি টাকা খরচ করা হবে।

সরকার এ দিন আরও জানিয়েছে, পরিকাঠামো উন্নয়ন খাতে ইতিমধ্যেই ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও ৮৭০০ কোটি টাকা দফতরগুলির জন্য মঞ্জুর করেছে রাজ্য। এর মধ্যে পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি দফতর পাবে এক হাজার কোটি টাকা করে। পূর্ত দফতরের কাছে যাবে দেড় হাজার কোটি টাকা। পুর ও নগরোন্নয়ন এবং সেচ দফতর পাবে যথাক্রমে সাতশো এবং আটশো কোটি টাকা। স্বাস্থ্যসাথী বাদে কোভিড এবং অন্যান্য খরচের জন্য স্বাস্থ্য দফতর পাচ্ছে ছ’শো কোটি টাকা। একশো কোটি টাকা করে পাবে পশ্চিমাঞ্চল, উত্তরবঙ্গ এবং সুন্দরবন দফতর। অন্যান্য দফতরের মধ্যে ২৮০০ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে। অর্থ দফতরের দাবি, এখনও পর্যন্ত ১৯ হাজার ২৫৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যের। গোটা বছরে ২৫ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, ১ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে চলা ১১ হাজারের বেশি দুয়ারে সরকার শিবিরে ২০ জানুয়ারি পর্যন্ত ১ কোটি ১২ লক্ষের বেশি মানুষ যোগাযোগ করেছেন। ১২টি মূল প্রকল্পে ৭১ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে শিবিরগুলিতে। তার মধ্যে ৩৮.৮৮ লক্ষ আবেদনপত্র অনুমোদন করে পরিষেবা নিশ্চিত করা গিয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসাথীতে আবেদন পড়েছিল ৪২.৪১ লক্ষ। ২৭.১৩ লক্ষ আবেদনপত্র গৃহীত হয়েছে। এ পর্যন্ত কার্ড দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭২ হাজার আবেদনকারীকে। এই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য সরকারের বিভিন্ন স্তরের অফিসারেরা শিবিরগুলিতে অক্লান্ত পরিশ্রম করে মানুষের পরিষেবাপ্রদান নিশ্চিত করছেন। তাই কর্মসূচির শেষে শংসাপত্র ছাড়াও দু’মাসে ৫ হাজার টাকা করে টিফিন ভাতা দেওয়া হবে প্রত্যেককে। মুখ্যমন্ত্রীর কথায়, “সারা বিশ্বের ইতিহাসে মডেল হবে দুয়ারে সরকার কর্মসূচি।”

আরও পড়ুন: শুভেন্দু দলে যোগ দেওয়ার পরেই নারদের ভিডিয়ো মুছল বিজেপি

এ দিন প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের প্রতি মাসে সাম্মানিক দ্বিগুণ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্টরা এতদিন পেতেন মাসে দেড় হাজার টাকা করে। এ বার থেকে তাঁরা পাবেন মাসিক তিন হাজার টাকা। একইসঙ্গে ভিলেজ রিসোর্স পার্সন (ভিআরপি)-দেরও দীর্ঘদিনের দাবি মেনে তাঁদের সাম্মানিক প্রতি মাসে ৫২৫০ টাকা করার কথা জানিয়েছেন মমতা। এতদিন সংশ্লিষ্টরা ২০-৩০ দিনের হিসাবে অনেক কম টাকা পেতেন।

আরও পড়ুন: ‘মিথ্যা তথ্য দিয়েছেন’, শাহকে আক্রমণ মমতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Duare Sarkar Nabanna Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE