Advertisement
E-Paper

সাময়িক বরখাস্ত দুই রেশন ডিলার

রেশন বিলিতে দুর্নীতি, কর্তব্যরত সরকারি কর্মচারিকে হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে দুই রেশন ডিলারকে সাময়িক বরখাস্ত করল জেলা খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর। হরিহরপাড়া ব্লক খাদ্য পরিদর্শক হৃদয়কৃষ্ণ বিশ্বাস বলেন, “গত শনিবার জেলা দফতর থেকে পাঠানো ওই নির্দেশিকা ওই দুই ডিলারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন ওই এলাকার লোকজনকে বলা হয়েছে নিকটবর্তী কোনও রেশন দোকান থেকে পণ্য সংগ্রহ করতে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৩

রেশন বিলিতে দুর্নীতি, কর্তব্যরত সরকারি কর্মচারিকে হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে দুই রেশন ডিলারকে সাময়িক বরখাস্ত করল জেলা খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর। হরিহরপাড়া ব্লক খাদ্য পরিদর্শক হৃদয়কৃষ্ণ বিশ্বাস বলেন, “গত শনিবার জেলা দফতর থেকে পাঠানো ওই নির্দেশিকা ওই দুই ডিলারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন ওই এলাকার লোকজনকে বলা হয়েছে নিকটবর্তী কোনও রেশন দোকান থেকে পণ্য সংগ্রহ করতে।”

খাদ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার শহরবাসা ও গোবিন্দপুর এলাকার দু’জন রেশন ডিলারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিস্তর অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের সেই অভিযোগ পেয়ে গত ২১ জানুয়ারি ওই রেশন ডিলারদের হরিহরপাড়া ব্লক খাদ্য দফতরে ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ, সেখানে ঢুকে নিজেদের দোষ কবুল করা তো দূরের কথা ওই রেশন ডিলার আধিকারিকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। ভাঙচুর করেন দফতরের আসবাবপত্র। ঘটনার দিনই ব্লক খাদ্য দফতরের তরফে হরিহরপাড়া থানায় ওই দুই ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এরপর বহরমপুর মহকুমা খাদ্য দফতরের কর্তারা শহরবাসা ও গোবিন্দপুর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ওই দফতরের এক কর্তার কথায়, “গ্রামবাসীদের অভিযোগ যে সত্যি ছিল তা জানার পরে ফের গত ২৮ জানুয়ারি ওই দুই ডিলারের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় এফআইআর দায়ের করা হয়।”

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ওই দুই ডিলারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশিও চলছে।

hariharpara dealer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy