রানাঘাট শহর থেকে কমবেশি দু’কিলোমিটার দূরে উদ্বাস্তু শহর কুপার্স ক্যাম্প। সেখানে স্থানীয় বাজারের পাশে বিধানচন্দ্র স্মৃতি সঙ্ঘের মাঠে বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভা চলাকালীন শ্রোতাদের মধ্যে থেকে তৃণমূলকে কটাক্ষ করে ওঠা স্লোগানে এলাকার তৃণণূল কর্মীদের একাংশও গলা মিলিয়েছিলেন বলে দাবি বাসিন্দাদের একাংশের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সভা চলার সময় মাঝে মাঝেই স্লোগান ভেসে আসে, ‘খেলা চলবে, খেলা চলবে’। কখনও সভাস্থল থেকে স্লোগান আসছিল। আবার কখনও মিছিল থেকে ওই স্লোগান শুনতে পাওয়া যাচ্ছিল। স্থানীয় রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের একাংশের দাবি, ওই স্লোগান যাঁরা দিচ্ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর অনুগামীরা। যাঁরা বিজেপির সভায় এসে নিজেদের দলকেই কটাক্ষ করছিলেন।
কুপার্স শহর তৃণমূলের সভাপতি তথা কুপার্স নোটিফায়েডের ভাইস চেয়ারম্যান দিলীপকুমার দাস বলেন, “আমাদের এলাকায় শুভেন্দু অধিকারীর অনুগামী বলে কেউ নেই। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তারা কেউ দলের বাইরে যাবে না। এতে বিজেপির আনন্দিত হওয়ার কিছু নেই।”