দিন পনেরো আগেই তৃণমূলের ব্লক ও শহর কমিটি তালিকা প্রকাশিত হয়েছিল। নবগঠিত সেই কমিটিতে হরিণঘাটা ব্লক তৃণমূলের সহ-সভাপতি হিসেবে জায়গা পেয়েছেন আদিবাসী নেতা বরুন মাহাতো। সেই বরুণকেই দিন দুয়েক আগে আব্বাস সিদ্দিকির সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে।
গত বুধবার আব্বাস হরিণঘাটায় আসেন। তৃণমূল সূত্রের খবর, সেখানে বরুণও উপস্থিত ছিলেন। দু’জনের মধ্যে নানা বিষয়ে কথাও হয়। এ নিয়ে তৃণমূলের অভ্যন্তরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কয়েক দিন আগেই যাঁকে পদ দেওয়া হল তিনি দলের সভায় হাজির না থেকে উল্টে দলের বিরোধী শক্তি হিসেবে পরিচিত আব্বাস সিদ্দিকির সঙ্গে মেলামেশা করছেন কেন।
হরিণঘাটার কাষ্ঠডাঙা-২ ব্লকের বাসিন্দা বরুন দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী আন্দোলনের সঙ্গে জড়িত। তাঁর অনুগামীদের দাবি, বরুণের সঙ্গে তৃণমূলের কখনওই বিশেষ সখ্য ছিল না। ব্লক তৃণমূলের কার্যালয়ে খুব প্রয়োজন ছাড়া তিনি যেতেন না। তাঁর সম্মতি ছাড়াই ব্লক তৃণমূলের সহ-সভাপতি হিসেবে তাঁর নাম ঢুকিয়ে দেওয়া হয়। বরুণেরও দাবি, তাঁর সঙ্গে কোনও আলোচনা না করেই তাঁকে পদে বসিয়েছিল তৃণমূল। পদ পাওয়ার কথা তিনি পরিচিতদের কাছে শোনেন। এর পরে সোশ্যাল একাধিক বার প্রতিবাদও করেছেন। পদ পাওয়ার পরে ব্লক তৃণমূলের কোনও কর্মসূচিতেই যোগ দেননি।