Advertisement
১৯ মে ২০২৪

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ

নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েতের নিতাইনগরের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা রান্না হয় তা মুখে তোলা যায় না। এ দিন পচা ডিম ও পোকা ধরা চাল নিয়ে অভিযোগ তুলেছিলেন খোদ রাঁধুনি।

নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০০:০৭
Share: Save:

নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েতের নিতাইনগরের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা রান্না হয় তা মুখে তোলা যায় না। এ দিন পচা ডিম ও পোকা ধরা চাল নিয়ে অভিযোগ তুলেছিলেন খোদ রাঁধুনি। স্থানীয় পঞ্চায়েত প্রধান সিপিএমের সঞ্জীব দাস বলেন, ‘‘গ্রামবাসীরা ওই শিক্ষিকার বিরুদ্ধে আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি বিডিওকেও জানানো হয়েছে।’’ অভিযুক্ত ওই শিক্ষিকা বেবি দত্ত অবশ্য বলেন, ‘‘একবছরের চাল একলপ্তে দিলে সেই চালে তো পোকা ধরবেই। এতে আমার কিছু করার নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICDS Agitation nabadwip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE