Advertisement
১৯ মে ২০২৪
জেলা জুড়ে

জল জমে পচে যাচ্ছে লঙ্কা গাছ

নিম্নচাপের বৃষ্টির জেরে লঙ্কা গাছের গোড়ায় জল জমেছিল। তার ওপরে মাঝেমধ্যেই বৃষ্টি লেগে আছেই। ফলে গাছের গোড়া পচে লঙ্কা গাছ মরে যাচ্ছে। ফলে লঙ্কা চাষির মাথায় হাত। চাষিরা জানাচ্ছেন, নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জমিতে জল জমেছে। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়া বয়েছে। ফলে গাছের গোড়ার মাটি আলগা হয়ে গাছ দুর্বল হয়ে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০১:৫০
Share: Save:

নিম্নচাপের বৃষ্টির জেরে লঙ্কা গাছের গোড়ায় জল জমেছিল। তার ওপরে মাঝেমধ্যেই বৃষ্টি লেগে আছেই। ফলে গাছের গোড়া পচে লঙ্কা গাছ মরে যাচ্ছে। ফলে লঙ্কা চাষির মাথায় হাত।

চাষিরা জানাচ্ছেন, নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জমিতে জল জমেছে। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়া বয়েছে। ফলে গাছের গোড়ার মাটি আলগা হয়ে গাছ দুর্বল হয়ে পড়েছে। কোথাও লঙ্কা গাছ নুইয়ে পড়েছে, কোথাও বা গাছের গোড়ায় পচন ধরেছে। জেলা উদ্যানপালন আধিকারিক কৃষেন্দু ঘোড়াই বলেন, “লঙ্কা চাষ উঁচু জমিতে করতে হয়। কিন্তু অনেকক্ষেত্রে নীচু জমিতেও চাষিরা লঙ্কা চাষ করছেন। ফলে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমলে শেকড় পচে গিয়ে লঙ্কা গাছ মরে যায়। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’

শুধুই কি জল জমার কারণে লঙ্কা গাছ মারা যাচ্ছে? নদিয়া জেলা কৃষি দফতরের এক আধিকারিক জানান, জল জমলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তাছাড়া ছত্রাক ঘটিত কারণেও গোড়ায় পচন ধরে। গাছের নমুনা পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব কেন গো়ড়া পচে যাচ্ছে।

করিমপুরের কাছারিপাড়ার সমর মণ্ডল এক বিঘা জমিতে লঙ্কা চাষ করেছেন। সমরবাবুর দাবি, ‘‘গত সপ্তাহে তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে। তার ওপরে হালকা ঝোড়ো হাওয়া বয়েছে। ফলে গাছের গোড়ার মাটি আলগা হয়ে গিয়েছে। তাছাড়াও গাছের শেকড়ে অতিরিক্ত জল জমেছে। গাছ মরতে শুরু করেছে। লঙ্কার ভরা মরসুমে গাছ মরে যাওয়ায় সমস্যায় পড়েছি।’’ ওই গ্রামের লঙ্কা চাষি সত্যেন প্রামাণিক অবশ্য বলেন, ‘‘এ বার বৃষ্টির পাশপাশি ঝোড়ো হাওয়া কিছু কিছু গাছের গোড়ার মাটি আলগা হয়ে গিয়েছে। ওই সব গাছ মাটিতে নুইয়ে পড়েছে। আবার কিছু কিছু গাছ মরে যাচ্ছে।’’

কৃষ্ণনগর ১ ব্লকের ভালুকার চাষি কৈছর শেখের বিঘা খানেক জমিতে লঙ্কা চাষ রয়েছে। অকালে গাছ মরে যাওয়ায় তিনিও ক্ষতির আশঙ্কা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

heavy rain Chilli Plants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE