Advertisement
১০ জুন ২০২৪
coronavirus

জেলায় করোনায় মৃত্যু বেড়ে ২৫

বিএসএফ জওয়ানও গত ১৫ অগস্ট, শ্বাসকষ্ট, কাশি ও জ্বর, গা হাত পায়ে ব্যথা নিয়ে বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সঙ্গে তাঁর ডায়াবেটিসও ছিল। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়েছে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর, বেলডাঙা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০১:৩৪
Share: Save:

ফের করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু হল। মঙ্গলবার ও বুধবার রাতে এই দু’জনের বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতালে মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর, মৃতরা হলেন লালবাগের রৌশনবাগ বিএসএফ ক্যাম্পের ৩৯ নম্বর ব্যাটালিয়ানের ৫২ বছর বয়সি এক জওয়ান এবং রেজিনগরের ফরিদপুরের ২৬ বছর বয়সি এক যুবক। সূত্রের খবর, ওই বিএসএফ জওয়ানও গত ১৫ অগস্ট, শ্বাসকষ্ট, কাশি ও জ্বর, গা হাত পায়ে ব্যথা নিয়ে বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সঙ্গে তাঁর ডায়াবেটিসও ছিল। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত ওই বিএসএফ জওয়ানের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের উত্তরাচক ভবানী এলাকায়। অন্যদিকে রেজিনগরের ওই যুবক সম্প্রতি মাতৃসদনে ভর্তি হয়েছিলেন। তিনি টিবি রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়েছিল। সঙ্গে করোনা আক্রান্ত হন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার শর্মিলা মল্লিক বলেন, ‘‘দু’জনের করোনায় মৃত্যু হয়েছে। তাঁদের দেহ পরিবারকে তুলে দেওয়া হয়েছে।’’ মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘বুধবার রাতে জেলায় ১০৮ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তবে সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। বৃহস্পতিবার ৪৮জন সুস্থ হয়েছেন।’’

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশ উপসর্গহীন। গত দুদিনে বেলডাঙা পুরসভার দু’জন কর্মীর করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের এক জন ট্রাফিক ওয়ার্ডেনদের কোয়ার্ডিনেটর। ফলে ৩৫ জন ট্রাফিক ওয়ার্ডেনের এ দিন লালারস সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার তাঁরা কাজ করেননি। বৃহস্পতিবারের ১০৮ জনকে নিয়ে জেলায় এ পর্যন্ত ২২২৬জন করোনা আক্রান্ত হলেন। বৃহস্পতিবারও জেলায় ৪৮জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৪৩জন। বৃহস্পতিবার জেলায় ৮৬১জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন।

এক নজরে

করোনায় সুস্থ ১৩৪৩ জন।
করোনা আক্রান্ত ২২২৬ জন।
করোনা হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন ৮৬১ জন।

করোনায় মৃত্যু ২৫ জনের।

(তথ্য সূত্র: স্বাস্থ্য দফতর)

অন্য দিকে মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন নবান্নের অফিসার অন স্পেশাল ডিউটি গোপালকৃষ্ণ ঢালি। বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গ থেকে জেলায় এসে তিনি জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি বহরমপুরে সার্কিটহাউসে এসে উঠেছেন। জেলা প্রশাসন সূত্রের খবর, আজ শুক্রবার তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। পরে তিনি মাতৃসদন করোনা হাসপাতাল পরিদর্শন করতে পারেন।

কয়েকদিন আগে একদিনে মাতৃসদনের সারি ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভর্তি থাকা ১০জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি মাতৃসদন করোনা হাসপাতালে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মণ্ডলের মৃত্যু নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে। সে সময় মুখ্যমন্ত্রী জেলা পরিষদের মৃত কর্মাধ্যক্ষের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এরই মাঝে এদিন নবান্নের অফিসার অন স্পেশাল ডিউটি গোপালকৃষ্ণ ঢালির জেলা পরিদর্শন তাৎপর্যপূর্ণ। তবে প্রশাসনের কর্তারা জানান, এটা রুটিন পরিদর্শন।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Corona COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE