Advertisement
০২ মে ২০২৪

তৃণমূলে যোগদান

দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানসহ সাত জন কংগ্রেস ও একজন সিপিএম সদস্য। করিমপুর ২ ব্লকের নতিডাঙা-১ পঞ্চায়েতের ঘটনা। যোগ দেন করিমপুর-২ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতিও। এর ফলে পঞ্চায়েতের ক্ষমতায় এল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে ১২টি আসনের মধ্যে ৭টি কংগ্রেস ও ৫টি সিপিএম দখল করে। পঞ্চায়েতের প্রধান হন রেশমা মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:২৯
Share: Save:

দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানসহ সাত জন কংগ্রেস ও একজন সিপিএম সদস্য। করিমপুর ২ ব্লকের নতিডাঙা-১ পঞ্চায়েতের ঘটনা। যোগ দেন করিমপুর-২ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতিও। এর ফলে পঞ্চায়েতের ক্ষমতায় এল তৃণমূল।

গত পঞ্চায়েত নির্বাচনে ১২টি আসনের মধ্যে ৭টি কংগ্রেস ও ৫টি সিপিএম দখল করে। পঞ্চায়েতের প্রধান হন রেশমা মণ্ডল। সদ্য তৃণমূলে যোগ দিয়ে প্রধান রেশমা মণ্ডল জানান, কংগ্রেসে থেকে উন্নয়নমূলক কোনও কাজ করতে পারছিলেন না। তাই এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহা বলেন, “ওই সদস্যদের জন্য দলের কোনও ক্ষতি হবে না।” সিপিএম জোনাল সম্পাদক অজয় বিশ্বাসও একই কথা বলেন। নদিয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool CPM karimpur Ashim Saha Ajay Biswas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE