Advertisement
২৩ মে ২০২৪

পিকনিকে পথের বলি আট

পিকনিক সেরে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মারা গেলেন তিন কিশোর-সহ আট জন। জখম সাত জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সন্ধ্যায় নদিয়ার নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনার পরে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

মৃত কিশোর। ছবি: সুদীপ ভট্টাচার্য

মৃত কিশোর। ছবি: সুদীপ ভট্টাচার্য

সামসুদ্দিন বিশ্বাস
নাকাশিপাড়া শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০২:৫২
Share: Save:

পিকনিক সেরে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মারা গেলেন তিন কিশোর-সহ আট জন। জখম সাত জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সন্ধ্যায় নদিয়ার নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনার পরে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানিয়েছে, এ দিন কৃষ্ণনগরের দিগনগর থেকে বেথুয়াডহরি অভয়ারণ্যে পিকনিক করতে এসেছিল ১৯ জনের একটি দল। সন্ধ্যায় তাঁরা একটি পিক আপ ভ্যানে বাড়ি ফিরছিলেন। নাকাশিপাড়ার যুগপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ভ্যানটির। ঘটনাস্থলে মারা যান জয় দে (৩০), সাগর নাথ (১৫), অরূপ নাথ (২৫), সৌরভ নাথ (১৭), অংশু নাথ (১২), বিজয় নাথ (২০), উজ্জ্বল দত্ত (৪৫), ও মলয় সরকার (১৮)। তাঁরা সকলেই দিগনগরের বাসিন্দা।

জখম সাত জনের মধ্যে পাঁচ জনকে এ দিন রাতে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জন বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়ার পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া বলেন, ‘‘পিকনিক সেরে বাড়ি ফেরার পথে এমন অঘটন। গাড়ি দু’টিকে আটক করা হয়েছে।’’

প্রতি বছর এই সময়ে পিকনিক করতে বেরিয়ে পড়ে দিগনগরের ওই দলটি। এ বার তারা বেছে নিয়েছিল বাড়ির কাছে বেথুয়াডহরি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পিক আপ ভ্যানটি দ্রুত গতিতে ছুটছিল। অন্য একটি পিকনিক দলের গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

জখম অরিন্দম চাকি, তনয় কুণ্ডুদের কথায়, ‘‘আচমকা বিকট আওয়াজ। আমরা ছিটকে পড়ি। চারপাশ রক্তে ভেসে যাচ্ছিল। তারপরে আর কিছু মনে নেই।’’ প্রত্যক্ষদর্শী যুগপুরের বাসিন্দা বাপি দাস বলছেন, ‘‘পিকনিকের গাড়িগুলো যে গতিতে ছোটে, তাতে আমরা আতঙ্কে থাকি। এ দিনও এই গাড়িটির গতি দেখে আমরা বলাবলি করছিলাম যে, কিছু একটা ঘটে গেলে আর রক্ষে থাকবে না। সেটাই যে এমন সত্যি হয়ে যাবে, কে জানত!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Picnic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE