Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fire

Fire: ছাত্রী আবাসের পাশেই হাইভোল্টেজ তার, তা থেকেই কি আগুন ছড়াল মুর্শিদাবাদের বড়ঞায়?

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই আগুন কিছু ক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই ছাত্রীরা।

তখন ছাত্রী আবাসের আগুন নেভানোর চেষ্টা চলছে।

তখন ছাত্রী আবাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৫:০৯
Share: Save:

ছাত্রী আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য রক্ষা পেলেন জনা দশেক ছাত্রী। সোমবার সকালে ওই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞার আলিশা মে মিশন নামে একটি সংস্থার ছাত্রী আবাসে।
সোমবার সকালে ডাকবাংলো এলাকার ওই ছাত্রী আবাসে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই আবাসনে থাকেন জনা দশেক ছাত্রী। তাঁদের ঘরে থাকা বিছানা, বইপত্র এবং পোশাকআশাকে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই আগুন কিছু ক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই ছাত্রীরা।

ছাত্রী আবাসের পাশেই রয়েছে হাইভোল্টেজ বিদ্যুতের তার। আলাউদ্দিন শেখ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘সামনেই ১১ হাজার ভোল্টেজের তার রয়েছে। তার পাশেই জানালা। হয়তো কোনও কারণে শর্টসার্কিট হয়েছে। তা থেকে ঘরে আগুন লেগেছে।’’

মোনালিসা ভট্টাচার্য নামে এক ছাত্রী বলেন, ‘‘আমরা এই হস্টেলে থাকি। কী কারণে আগুন লাগল তা বুঝতে পারছি না। তবে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি এটা সৌভাগ্যের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Girls hostel Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE