Advertisement
২৯ এপ্রিল ২০২৪

টোটোর ভিড়ে হারিয়েছে পথ

সম্প্রতি আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রীতা সরকার। বাসিন্দাদের নানা দাবি-দাওয়া, প্রাপ্তি ও প্রত্যাশার নানা বিষয় উঠে এল আলোচনায়। সঞ্চালনায় ছিলেন সামসুদ্দিন বিশ্বাস। রইল বাছাই প্রশ্নোত্তর।সম্প্রতি আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রীতা সরকার। বাসিন্দাদের নানা দাবি-দাওয়া, প্রাপ্তি ও প্রত্যাশার নানা বিষয় উঠে এল আলোচনায়। সঞ্চালনায় ছিলেন সামসুদ্দিন বিশ্বাস। রইল বাছাই প্রশ্নোত্তর।

রাস্তা দখল করেছে টোটো। বেথুয়াডহরিতে।— নিজস্ব চিত্র

রাস্তা দখল করেছে টোটো। বেথুয়াডহরিতে।— নিজস্ব চিত্র

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০২:০৩
Share: Save:

বেথুয়াডহরির খিদিরপুরে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। সেই জল ৮-১০ দিন পর্যন্ত জমে থাকে। এর উপর সম্প্রতি অপরিকল্পিত ভাবে খিরিদপুরে সামান্য এলাকায় পাকা নিকাশিনালার কাজ হয়েছে। ওই নিকাশিনালাও নিচু। যার ফলে বৃষ্টি হলে ফের জল জমবে।

পার্থ দাস, খিদিরপুর, মধ্যপাড়া

এই সমস্যা শুধুমাত্র পঞ্চায়েত সমিতির পক্ষে সমাধান করা সম্ভব নয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিধায়ক, সাংসদ সবাইকে সঙ্গে নিয়ে ওই এলাকার নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে হবে। আমরা খুব দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করব।

বেথুয়াডহরির নিচুবাজার থেকে দুর্গাপুর— এই পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বছর পনেরো আগে পিচের ওই রাস্তাটি তৈরি হয়েছিল। তারপর থেকে ওই রাস্তার আর কখনও সংস্কার হয়নি। ফলে পিচ উঠে ওই হাল আরও খারাপ হয়ে গিয়েছে। খানাখন্দে ভরা ওই রাস্তা দিয়ে হোটা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। বর্ষাকালে রাস্তার অনেকাংশে হাঁটু পর্যন্ত জল জমে থাকে। এই অবস্থা থেকে কী ভাবে মুক্তি মিলবে?

আসগর শেখ, রাড়িপাড়া

ভোটের আগে রাজ্যের শাসকদল ওই রাস্তা তৈরির জন্য দরপত্র ডাকা হবে বলে এলাকায় লিফলেট ছড়িয়েছিল। তারপরে অবশ্য এখনও কিছুই হয়নি। আমরা প্রশাসনের কাছ থেকে খোঁজ নেব ওই রাস্তার বিষয়ে। তবে আমরা তো বসে থাকতে পারি না। দ্রুত ওই রাস্তার সংস্কারের উদ্যোগ নেব।

জল অপচয় করা ঠিক নয়। তা সত্ত্বেও ট্যাপকলের মাথা না থাকার ফলে এলাকার ট্যাপগুলি থেকে সব সময় জল পড়ছে।

সুমিত ত্রিবেদী, খিদিরপুর মধ্যপাড়া

এটা একেবারেই ছোট সমস্যা। আমরা ওই এলাকার গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি দেখার কথা বলব।

৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে শুরু করে পাটুলি রোড়— সর্বত্রই টোটোর দাপট। রাস্তা দখল করে দাড়িয়ে থাকছে টোটো। যার ফলে পথচারিরা সমস্যায় পড়ছেন।

সঞ্জয় কর, কাঠালবেড়িয়া

সত্যিই বেথুয়াডহরিতে টোটোর সমস্যা রয়েছে। আমরা এলাকায় টোটো স্ট্যান্ড করার উদ্যোগ নেব। তাহলে সেই সমস্যা মিটবে।

জেলার অন্যান্য এলাকায় লোকজন বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্যভাতা-সহ অন্যান্য ভাতার টাকা পাচ্ছেন। অথচ আমাদের এলাকায় ৮-১০ মাস ধরে বিধবা থেকে শুরু করে বার্ধক্য ভাতার টাকা পাওয়া যাচ্ছে না। ফলে তাঁরা খুব সমস্যায় আছেন।

অর্জুন মজুমদার, বেথুয়াডহরি, হাসপাতালপাড়া

আমরা ইতিমধ্যে ব্যাঙ্কের প্রধান শাখায় বিভিন্ন সরকারি ভাতা প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়েছি। অনেকেই টাকা পেয়েছেন। খুব তাড়াতাড়ি বাকিদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে।

বেথুয়াডহরি হাসপাতাল-পাড়ার বেশকিছু রাস্তা এখনও মাটির থেকে গিয়েছে। বৃষ্টি হলে ওই সব রাস্তায় যাতয়াত করা যায় না। তাছাড়াও বর্ষাকালে খুব সমস্যা হয়।

পরিতোষ মজুমদার, বেথুয়াডহরি হাসপাতালপাড়া

ওই এলাকার বেশ কিছু রাস্তা খারাপ। বিষয়টি সম্প্রতি আমাদের নজরে এসেছে। এবারে ওই সব রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

বেথুয়াডহরির হাসপাতালপাড়ায় রাস্তার এই হাল। — নিজস্ব চিত্র

চ্যাঙা বটতলায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ ও তার আশপাশে নিকাশি ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই এলাকায় হাঁটু সমান জল জমে যায়। খুব সমস্যায় পড়েন বাসিন্দারা।

সেলিম বিশ্বাস, চ্যাঙা বটতলা

বিষয়টি এই প্রথম আমাদের নজরে এল। একশো দিনের কাজের প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের অনেক কাজ করার ক্ষমতা রয়েছে। আপনারা এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন। আমরাও গ্রাম পঞ্চায়েতকে বলব।

মুড়াগাছার লোহাগাছি এলাকায় জলের পাইপলাইন থাকলেও আমরা পাইপলাইনের পরিশ্রুত জল পাই না। ফলে আমরা খুব সমস্যায় আছি।

সাত্তার মণ্ডল, লোহাগাছি

এলাকায় জল দেওয়ার বিষয়টি দেখভালের জন্য সম্প্রতি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি কমিটি গড়ে দিয়েছে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত স্তরের ওই কমিটি এ সব দেখবে। আপনারা ওই কমিটির সঙ্গে যোগাযোগ করুন। আমরাও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাঁদের বিষয়টি জানাব।

শুখসাগর থেকে মানিকপুর পর্যন্ত রাস্তার হাল খারাপ। এলাকার বাসিন্দারা যাতায়াতে খুব সমস্যায় পড়েন।

গণেশ ঘোষ, দোগাছি

ধাপে ধাপে ওই রাস্তার সংস্কার করা হবে। রাস্তাটি সংস্কারের জন্য পরিকল্পনাও নেওয়া হয়েছে।

দোগাছি এলাকায় জলঙ্গি নদীর পাড় ভাঙছে। ফলে বাসিন্দারা খুব সমস্যায় আছেন।

মধুসুদন মণ্ডল, দোগাছি

একশো দিনের কাজের প্রকল্পে মাটির কাজ করার জন্য গ্রাম পঞ্চায়েতগুলির হাতে অনেক টাকা রয়েছে। তারা নদীর পাড়ে মাটির কাজ করতে পারে। গ্রাম পঞ্চায়েতকে সেই কাজ করার কথা বলব।

বেথুয়াডহরিতে বড় নিকাশিনালা আগাছায় ভরে গিয়েছে। বছরে মাত্র একবার পরিষ্কার হয় ওই সব নিকাশিনালা। ওই সব নিকাশিনালায় বসবাস করছে মশা। যার ফলে এলাকায় ডেঙ্গি-সহ মশাবাহিত নানা রোগ দেখা দিচ্ছে।

মিঠু সরকার, বেথুয়াডহরি, সিনেমা রোড

একশো দিনের কাজের প্রকল্পে গ্রাম পঞ্চায়েত যাতে ওই সব বড় নিকাশিনালা পরিষ্কার করে তা আমরা বলব। তাছাড়াও স্বাস্থ্য দফতর থেকে ওই সব এলাকায় ব্লিচিং ছড়ানোর ব্যবস্থা করব।

খিদিরপুর মধ্যপাড়ায় অসমাপ্ত হয়ে পড়ে নর্দমা।— নিজস্ব চিত্র

জাতীয় সড়ক এবং রেল বেথুয়াডহরিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। হাসপাতাল যাওয়ার পথে এবং বীরপুর রাস্তায় রেলগেট রয়েছে। ট্রেন ঢুকলেই দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকে। ফলে বাসিন্দারা চরম সমস্যায় পড়েন। মূলত রোগীদের সমস্যা সব থেকে বেশি হয়।

নিখিল কর্মকার, বেথুয়াডহরি, হাসপাতালে পাড়া

রেলওয়ে ওভারব্রিজ কিংবা রেলওয়ে সাবওয়ের কাজ আমাদের এক্তিয়ারের বাইরে। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে রেলের কাছে এই সমস্যা সমাধানের জন্য আবেদন জানাব।

বেথুয়াডহরিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকছে বাস। যার ফলে যানজটে নাকাল হচ্ছেন মানুষ।

বাপি পাল, বেথুয়াডহরি, ফুলতলা

বেথুয়াডহরিতে বাস টার্মিনাস তৈরির কাজ চলছে। বাস টার্মিনাসের কাজ শেষ হলেই এই সমস্যা মিটবে।

বেথুয়াডহরিতে রাত সাড়ে ১০টার পর ওষুধের দোকানগুলি বন্ধ হয়ে যায়। ফলে রাত সাড়ে ১০টার পরে ওষুধের দরকার হলে খুব সমস্যায় পড়তে হয়।

ঝুম্পা সরকার, বেথুয়াডহরি, স্টেশনপাড়া

আমরা ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব। ২৪ ঘন্টা যাতে বাসিন্দারা ওষুধ পান তার ব্যবস্থা করা হবে।

বেথুয়াডহরিতের ফুটপাথ বলে কিছু নেই। ফুটপথের ওপরে দোকানের জিনিসপত্র রাখেন অনেক ব্যবসায়ী। ফলে যাতয়াতে খুব সমস্যা তৈরি হয় পথচারীদের।

অঙ্কিতা সরকার, বেথুয়াডহরি, স্টেশনপাড়া

ফুটপথ দখলকারীদের উচ্ছেদ করার ক্ষমতা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির এক্তিয়ারের বাইরে। তবে বিষয়টি নিয়ে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। মানুষের স্বার্থে এই ধরনের অনেক কাজ আমরা করে থাকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE