Advertisement
০২ মে ২০২৪

পিরের মালা চেনাল সুরমাকে

সাড়ে তিন মাস আগের সেই মালা দেখেই বোনের পচাগলা শেয়াল-কুকুরে খুবলে খাওয়া দেহটা শনাক্ত করল মুর্শিদা বিবি। সোমবার, পাট খেতে পচাগলা সেই দেহটাই এলাকায় হইচই ফেলে দিয়েছিল, বেলা একটু গড়াতেই স্পষ্ট হয়ে যায় ছবিটা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৪:০০
Share: Save:

বোনের দীর্ঘায়ু চেয়ে দাতা বাবার দরবার থেকে পুঁতির মালাটা এনে বোনের গলায় পরিয়ে দিয়েছিল দিদি।

সাড়ে তিন মাস আগের সেই মালা দেখেই বোনের পচাগলা শেয়াল-কুকুরে খুবলে খাওয়া দেহটা শনাক্ত করল মুর্শিদা বিবি। সোমবার, পাট খেতে পচাগলা সেই দেহটাই এলাকায় হইচই ফেলে দিয়েছিল, বেলা একটু গড়াতেই স্পষ্ট হয়ে যায় ছবিটা।

দিন দশেক ধরে নিখোঁজ ছিল সুরমা খাতুন (১৮)। খোঁজ পড়েছিল সুরমার বন্ধ, পড়শি গ্রাম নটখুলির নিলসার সেখের। বিকেলে তাকে বাড়ি থেকে গ্রেফতারও করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রণয় ঘটিত কোনও কারণে খুন করা হয়েছে সুরমাকে। নিলসারের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সুরমার মা মাসেনা বেওয়া। ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান বলেন, ‘‘জুলাই মাসের প্রথম দিন সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল পমাইপুর হাইমাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীটি।’’

পুলিশের খাতায় কোনও অভিযোগ না থাকলেও নিলসার এলাকার নারীপাচারের সঙ্গে জড়িয়ে গিয়েছে বলে পুলিশের অনুমান। এর আগেও এলাকার তিন মহিলাকে সে বিয়ের টোপ দিয়ে মুম্বই নিয়ে গিয়েছে বলে দাবি তাদের। শ্রীরামপুরের বাসিন্দা আলতাফ সেখ বলেন, ‘‘ও তো পাচারের সঙ্গে অনেক দিন ধরেই জড়িত। পুলিশ এত দিন গা-ই করছিল না।’’

তবে খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। সুরমার বাবা নেই, কোনওক্রমে ভিক্ষা করে সংসার চালান তার মা। সুরমার দিদি মুর্শিদা বিবির কথায়, ‘‘বোন প্রায় বলত নিলসার তাকে বিয়ে করবে। আমরা ওই ছেলেটির সম্পর্কে সবকিছু জানতাম বলে বোনকে ওর সঙ্গে মিশতে বারণ করতাম। পরে শুনেছিলাম নিলসার বোনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল।’’ বছর আঠেরর মেয়েটির সঙ্গে স্কুলে যাতায়াতের পথে পরিচয় ওই যুবকের। জুলাই মাসের প্রথম দুপুরেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছিল মেয়েটি, আর ফেরেনি। মাসেনা বলেন, ‘‘মাগরিবের নামজ পড়তে বসে ছিলাম, সেই সময় মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পর দিন আমরা থানায় নিখোঁজ ডায়েরি করি। কিন্তু মেয়েটাকে যে ও মেরে পেলবে ভাবতেই পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ishlampur Death Murder ইসলামপুর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE