Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূলকর্মী

এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। ঘটনার দু’দিন পর ওই ছাত্রীর মা কান্দি থানায় ওই তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০১:১২
Share: Save:

এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। ঘটনার দু’দিন পর ওই ছাত্রীর মা কান্দি থানায় ওই তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি।

ওই ছাত্রীর মায়ের দাবি, পুলিশের কাছে অভিযোগ করার পর থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগপত্র প্রত্যাহার করার জন্য বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। শনিবার ফের পুলিশের কাছে ওই হুমকি দেওয়ার কথা জানিয়ে যায় ওই ছাত্রীর মা। কান্দি থানার আইসি সুনয়ন বসু বলেন, “এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।’’ অভিযোগ, কয়েক মাস ধরে স্কুলে যাওয়া আসার পথে বা রাস্তাতে একা পেলে ওই ছাত্রীকে কটূক্তি করত ওই যুবক। কুপ্রস্তাবও দিত। গত ৩ জুলাই সন্ধ্যায় ওই ছাত্রী শৌচ করতে বাড়ির পাশে এক মাঠে গিয়েছিল। সেই সময় মাঠে একা পেয়ে ওই ছাত্রীর মুখে কাপড় বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে হাত বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর ওই ছাত্রীকে ফেলে পালায় ওই যুবক। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রামের মধ্যে সালিশি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ সত্যি বলে মেনেছেন স্থানীয় তৃণমূল নেতা ভাগ্যধর বাগদি। তিনি বলেন, “উভয় পরিবার তৃণমূলের সমর্থক। ওই যুবক দলের কর্মীও বটে। তাই বিষয়টি গ্রামের মধ্যে মিটমাট করার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেলের বাড়ির লোকজন রাজি না হওয়ায় শেষে পুলিশের কাছে অভিযোগ করতে বলা হয়েছে।’’ তবে স্থানীয় তৃণমূল নেতা স্বীকার করলেও কান্দি ব্লক তৃণমূলের সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rape trinamool kandi Police student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE