দীর্ঘদিনের চাকদহ ব্লক সভাপতিকে সরাল তৃণমূল কংগ্রেস। ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরই বিরোধী বলে পরিচিত এক অঞ্চল সভাপতিকে। মঙ্গলবার দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
দীর্ঘ ১৬ বছর ধরে চাকদহ ব্লক সভাপতি ছিলেন দিলিপ কুমার সরকার। বর্তমানে তিনি চাকদহ পঞ্চায়েত সমিতির সদস্য। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে চান্দুরিয়া ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট গুহঠাকুরতাকে। তিনি চান্দুরিয়া এক গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক।
গত ২০০৯ সাল থেকে তাতলা ২ গ্রাম পঞ্চায়েতের পুমলিয়ার বাসিন্দা দীলিপ কুমার সরকার চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সামলেছেন। এ বারে তাঁকে রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার তিনি বলেন, ‘‘দল যেটা ভাল মনে করেছে, সেটাই করেছে। এ ব্যাপারে আমার বলার কিছু নেই। এতদিন দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল সেটা পালন করে এসেছি।’’
বর্তমান ব্লক সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা বলেন, ‘‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করার চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।’’
এ দিকে, চাকদহ শহরের সভাপতি পরিবর্তন করা হয়েছে। তাপস অধিকারীকে সভাপতি করা হয়েছে। তিনি চাকদহ পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য। দেবকৃষ্ণ মজুমদারকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে। তাঁকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি চাকদহ পুরসভার সদস্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)