Advertisement
E-Paper

মেয়ের প্রেমিককে ডেকে এনে পিটিয়ে খুন

রাতভর নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে নওদার সোনাটিকুরি গ্রামের কাছেই বছর বাইশের যুবক রাইয়ান  মণ্ডলের (২২) রক্তাক্ত দেহের খোঁজ মেলার পরে তাই হতবাক শুধু ছেলেটির পরিবার নয়, গোটা গ্রাম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০৩:৫৪
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

তাদের সম্পর্কের বয়স প্রায় তিন বছর। গুঞ্জন ছিল একটাই — মেয়ের তুলনায় ছেলে যে বড় ঢ্যাঙা!

তবে, তার পরিণতি যে এমন হবে তা ভাবেননি কেউই। রাতভর নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে নওদার সোনাটিকুরি গ্রামের কাছেই বছর বাইশের যুবক রাইয়ান মণ্ডলের (২২) রক্তাক্ত দেহের খোঁজ মেলার পরে তাই হতবাক শুধু ছেলেটির পরিবার নয়, গোটা গ্রাম।

এ দিন দুপুরে অবশ্য রাইয়ানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে মেয়েটির পরিবারের লোকজন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আমতলা কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী রোজই সোনাটিকুড়ির রাস্তা ধরেই কলেজে যেত। রাস্তাটা ছিল রাইয়ানের বাড়ির একেবারে সামনে দিয়ে। নিত্য দেখা সাক্ষাতের পরিণতিতে তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। গ্রামবাসীরাও সে কথা জানাচ্ছেন অকপটে। দু-পরিবারও তাদের মেলামেশার কথা জানত বলেই জানিয়েছেন তাঁরা।

অভিযোগ, গত তিন দিন আগে মেয়েটি তার বাড়িতে রাইয়ানের সঙ্গে বিয়ের কথা তোলে। কিন্তু মেয়ের বাড়ির লোকজন তা মেনে নেননি। দাবি ছিল, ছেলের তেমন রোজগার নেই, লম্বাটে গড়নের ছেলেটির ব্যবহার কথাবার্তার ধরন নিয়েও প্রশ্ন উঠেছিল সে বাড়িতে। আপত্তি শুনে ভেঙে পড়েছিল মেয়েটি। তা থেকেই বাড়িতে শুরু হয়েছিল তীব্র অশান্তি।

রাইয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯’টা নাগাদ রাইয়ানের বন্ধু লালচাঁদ শেখ তার বাড়িতে যায়। জানায়, পড়শি গ্রাম রাজপুরের বাসিন্দা মেয়েটি ডেকেছে তাকে। সে কথা শুনে মোটরবাইক নিয়েই রাজপুর ছোটে রাইয়ান। যুবকের পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, মেয়েটির বাড়িতে ঢোকা মাত্র তাকে আটকে দেওয়া হয়। পরে গ্রামের লোক ডেকে চুরির অপবাদ দিয়ে শুরু হয় গণপিটুনি। সেখানেই মারা য়ায় রাইয়ান। রাইয়ানের বাবা মুনায়েব মণ্ডল বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে গ্রামের ওই যুবক ছেলেকে ডেকে নিয়ে যায়। ওরা পাশের গ্রাম শিবনগরে মাঝে মাঝে ক্যারাম খেলতে যেত। রাত করে ফিরত। আমরা ভেবেছিলাম রাত হচ্ছে। কিন্তু রাত সাড়ে এগারোটাতেও ফিরছে না দেখে চিন্তা শুরু হয়। পরে খোঁজ পেলাম, রাজপুর গ্রামে রক্তাক্ত পড়ে আছে।’’ নওদা থানায় পিটিয়ে খুনের অভিযোগই করেছেন মুনায়েব।

রাজপুর গ্রামে যেখানে রাইয়ানের দেহ পড়েছিল তার অদূরেই ওই ছাত্রীর বাড়ি। ওই ছাত্রীর মা বলেন, ‘‘আমার মেয়ের বদনাম করার জন্য এ সব রটানো হচ্ছে। বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটার পর ওই যুবক অন্য এক জনকে নিয়ে বাড়ির গ্রিল ভেঙে মেয়ের ঘরে যাওয়ার চেষ্টা করে। বাড়িতে চুরি করা ও গোপনে মেয়ের ছবি তোলার জন্য বাড়ি এসেছিল ওরা। আমরা ভয়ে চিৎকার করলে গ্রামের লোক জুটে যায়। তার পরেই মাঠের দিকে পালিয়ে যায় ওরা।’’ নওদার ওসি শুভাশিস ঘোষাল বলেন, ‘‘মৃতের বাবা খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে রাজপুরের এক বাসিন্দাকে আটক করে জেরা করা হচ্ছে।’’

Death Youth Beating
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy